পূর্ব মেদিনীপুর: নির্বাচনী বিধি উঠতেই, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) জেলাশাসকের পদে ফেরানো হল পূর্ণেন্দু মাজিকে। গতকাল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ সেই জায়গায় পূর্ণেন্দু মাজিকে দায়িত্ব দেওয়া হল। তাঁকে মৎস্য উন্নয়ন দফতরে বদলি করেছিল নবান্ন। ভোট শেষের পরে ফের পদে ফেরানো হল তাঁকে।


আদর্শ আচরণ বিধি উঠতেই, বদলি করা হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। পুরনো পদে ফিরলেন পূর্ণেন্দুকুমার মাজি। নবান্নের তরফে সোমবার এই নির্দেশিকা জারি করা হয়েছে।


লোকসভা ভোট শুরুর আগে, দীর্ঘ দিন ধরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের পদে থাকা পূর্ণেন্দু মাজিকে বীরভূমে বদলি করে রাজ্য সরকার। সেই সময় বীরভূমের জেলা শাসক ছিলেন বিধান রায়। তিনিও দীর্ঘ দিন ধরে এই পদে ছিলেন। তাঁকে পূর্ব বর্ধমানের জেলাশাসক করা হয়। কিন্তু, দায়িত্ব নেওয়ার পরই, কোনও WBCS অফিসার বা স্টেট ক্যাডারকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা DEO পদে রাখা হবে না বলে জানিয়ে, ২ জনকেই সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি, এই দু-জনকে ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কাজের দায়িত্ব দিতে নবান্নকে নির্দেশও দেওয়া হয়।


সেই নির্দেশ অনুযায়ী, পূর্ণেন্দু মাজিকে মৎস্য উন্নয়ন নিগমের MD পদে বদলি করে নবান্ন। পূর্ব মেদিনীপুর জেলায় ২টি লোকসভা, কাঁথি এবং তমলুক। এবার, তৃণমূলের থেকে এই দুটি লোকসভাই ছিনিয়ে নিয়েছে বিজেপি। শুধু তাই নয়, লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভার মধ্যে ১৫টিতে বিজেপি এগিয়ে রয়েছে।


এই অবস্থায়, লোকসভা নির্বাচনের ফল বেরোতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল তৃণমূলনেত্রীর গলায়। ৮ জুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মেদিনীপুর পূর্বের রেজাল্ট লুঠ করা হয়েছে। ডিএম, আইসি চেঞ্জ করেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটা রিগ করা হয়েছে। ওটা যেন আইসোলেটেড লুঠেরার দ্বীপ তৈরি হয়েছে একটা।'


এই প্রেক্ষাপটে এবার, নির্বাচন শেষ হতেই পুরনো পদে ফিরলেন পূর্ণেন্দু মাজি। রবিবার, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক জয়শ্রী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছিল। নবান্নের নির্দেশিকার পর, সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব বুঝে নেন পূর্ণেন্দু মাজি।


আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় কোন দায়িত্বে শাহ? জয়শঙ্করের হাতে কোন মন্ত্রক? কে কোন দায়িত্বে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।