রাণা দাস, পূর্ব বর্ধমান: বাজ পড়ে মৃত দুই। বেসরকারি সূত্রে খবর, মৃতের সংখ্যা চার (West Bengal Lightning Death)। আজ সন্ধ্যায় বাজ পড়ে মৃত্যু হল ৪ জনের।যদিও পুলিশ প্রশাসন জানাচ্ছে মৃতের সংখ্যা ২।
বাজ পড়ে ৪ জনের মৃত্যু, জখম দশম শ্রেণীর ছাত্রী
৪ টি মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলকোট ব্লকের বিভিন্ন গ্রামে। মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামের অজিত ঘোষ ও বিজয় ঘোষ মাঠে গরু চড়ানোরসেই সময় এই বজ্রপাতে তাঁদের ২ জনের মৃত্যু ঘটে । এছাড়াও মঙ্গলকোটের ঠেঙ্গাপাড়া গ্রামের জিল্লাল মোল্লার বজ্রপাতে মারা যায়। তিনিও মাঠে গরু চড়াচ্ছিলেন।পাশাপাশি সাকোনা গ্রামে রুবিনা বিবির বজ্রপাতে মৃত্যু হয়। রুবিনা বিবির বাড়ি বীরভূমের নানুর । তিনি সাকোনা গ্রামে আত্মীয় বাড়িতে এসেছিলেন। একই সঙ্গে বজ্রপাতে মঙ্গলকোটে তিনটি গরুও মারা গিয়েছে । বজ্রপাতে জখম হয়েছে নপাড়া গ্রামের হাসনাহারা খাতুন নামে দশম শ্রেণীর এক ছাত্রী। সে এখন চিকিৎসাধীন।
আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু BJP কর্মী, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
গত মাসে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল উত্তরবঙ্গ
গত মাসে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল উত্তরবঙ্গ। একদিনে বজ্রপাতে ১১ জনকে হারিয়ে শোকের আবহে ভারী হয়ে উঠেছিল মালদার আকাশ-বাতাস। মালদার হরিশচন্দ্রপুরের এই বাড়িতেই মাত্র তিনমাস আগে বিয়ের আসর বসেছিল। কুশিদা গ্রামের নয়ন রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল কস্তুরি গ্রামের প্রিয়াঙ্কার। বাড়িতে এখনও জ্বলজ্বল করছে তার চিহ্ন। এখনই এই বাড়িতে শুধুই কান্না আর হাহাকার। শ্বশুরবাড়িতেই ছিলেন নয়ন। দুপুরে মালদা জুড়ে আকাশ কালো করে শুরু হয় ঝড়-বৃষ্টি। মুহুর্মুহু বাজ পড়তে থাকে। তখন পাটের জমিতে কাজ করছিলেন দম্পতি।মুহুর্তের বজ্রপাত শেষ করে দেয় দুটি জীবন।
কীভাবে একদিনে এত মানুষের মৃত্যু হল বজ্রপাতে?
কিন্তু কীভাবে একদিনে এত মানুষের মৃত্যু হল বজ্রপাতে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তরবঙ্গে রাডার নেই বলে, মালদার নির্দিষ্ট বাছাই করা অঞ্চলের স্থানীয় পূর্বাভাস দিতে পারেনা দফতর। প্রয়োজন রাডার। এই সমস্ত কাজের জন্য সেই রাডার কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে গতবছর।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ভূগোলের অধ্যাপক অরিজিৎ দাস বলেছিলেন, 'পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। যার ফলে বজ্র গর্ভ মেঘের সঞ্চার হচ্ছে বেশি। যার ফলে বারবার ঘটছে বজ্রপাত। আর বজ্রপাতের সাথে বাড়ছে মৃত্যু।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।