পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ জলের তলায়। খাবার, জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়াতে পাঁশকুড়া iগেলেন আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশ। শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জলমগ্ন এলাকায় গেলেন তাঁরা। আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশপাশি এই এলাকায় ত্রাণ নিয়ে গেলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ। পানীয় জল, খাবারের সঙ্গে ওষুধও নিয়ে গিয়েছেন তাঁরা। জলমগ্ন এলাকায় চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ।


আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্য়াহত। স্বাস্থ্যভবনের সামনে থেকে চিকিৎসকদের ধর্না উঠেছে। কিন্তু আন্দোলনের পথ থেকে সরে আসেননি জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়েছিলেন বন্যাদুর্গতদের কথা ভেবে আপাতত তাঁরা তাঁদের পাশে দাঁড়াবেন। আন্দোলনকারীরা বিভিন্ন এলাকায় ক্যাম্প করার কথা ঘোষণা করেছিলেন। সেইমতোই এবার পাশকুঁড়ায় বন্য়া পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তাররা।   


আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা ত্রাণ সংগ্রহ করে রওনা দিয়েছেন পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকায়। বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিলি করেছেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা পরিষেবাও দেবেন বলে জানিয়েছে জুনিয়র চিকিৎসকদের দল। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধর্নামঞ্চে যে অতিরিক্ত খাবার রয়েছে সেগুলি বন্যা দুর্গতদের জন্য বিলি করা হবে। 


বন্যায় ভাসছে রাজ্যের একাধিক জেলা। এই পরিস্থিতিতে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের বারেবারে কাজে ফেরার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। দফায় দফায় দ্বিপাক্ষিক আলোচনার পর রাজ্যের জুনিয়র চিকিৎসকরা শনিবার থেকে নিজেদের কাজে ফিরছেন। তবে বিচারের দাবিতে তাঁদের আন্দোলন যে চলবে তা স্পষ্টতই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলন জারি রেখেই এবার রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নিজেদের উদ্যোগেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে আজ পাঁশকুড়ার উদ্যেশ্যে রওনা দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি দল। চাল, ডাল, আলু, মুসুর ডাল, সয়াবিন, চিঁড়ে, চিনি, ভোজ্য তেল ছাড়াও জুনিয়র চিকিৎসকরা নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পর্যাপ্ত ওষুধ। বন্যা দুর্গত এলাকায় গিয়ে দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবাও দেবেন জুনিয়ার চিকিৎসকদের ওই দলটি। জুনিয়র চিকিৎসকরা বৃহস্পতিবারই জানিয়েছিলেন বিচারের দাবিতে তাঁদের আন্দোলনে পাশে যেভাবে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। সেভাবেই দুর্গত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি