চেন্নাই: ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ঘোষণা করেছিলেন, বিশ্বক্রিকেটে তিন ফর্ম্যাটেই সেরা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন বুম বুম বুমরা। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের (IND vs BAN) ইনিংসকে তছনছ করলেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার।


শুক্রবার একটি বিরল ক্লাবেও ঢুকে পড়লেন বুমরা। ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট হয়ে গেল বুমরার। দিনের খেলার শেষে বুমরা জানালেন, মাঠে ছাপ ফেলতে পেরে তিনি খুশি। তরুণরা অনেকেই তাঁকে দেখে অনুপ্রাণিত হয় জেনেও তাঁর ভাল লাগে। তবে তিনি চান না যে, উঠতি ক্রিকেটারেরা কেউ তাঁকে অনুকরণ করুক।


ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের জন্য বুমরা বল হাতে আরও ভয়ঙ্কর। তাঁর অদ্ভুত অ্যাকশন, সঙ্গে আগুনে গতি, নিখুঁত ইয়র্কার, বাউন্সার, স্যুইং - সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে যে কোনও ব্যাটারের ত্রাস ফাস্টবোলার। তাঁর শৈশবের কোচ কিশোর ত্রিবেদী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি কোনওদিনই চাননি বুমরার সহজাত অ্যাকশন বদলাতে।


যদিও চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বুমরা সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, 'মাঠে ছাপ ফেলতে পারলে ভাল লাগে। বাচ্চা ছেলেরা আমাকে দেখে অনুপ্রাণিত হয় জেনেও খুব খুশি হই। তবে আমাকে কেউ নকল করুক, সেই পরামর্শ কখনও দেব না।'


 






চেন্নাইয়ে বেশ গরম। পিচ থেকেও প্রথম দিনের মতো সাহায্য পাননি বোলাররা। ম্যাচ যত এগোচ্ছে, পিচে বাউন্স ও গতি কমছে। তারপরেও বল হাতে দাপট দেখিয়েছেন বুমরা। বলছিলেন, 'খুব বেশি সাহায্য পিচে নেই। প্রথম দিন বাংলাদেশের পেসাররা যেরকম সুবিধা পেয়েছে, দ্বিতীয় দিন সেটা পাওয়া যাচ্ছে না। তাই বৈচিত্র আনার চেষ্টা করেছি। গতি, লেংথে হেরফের ঘটিয়েছি।'


দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে ভারত। তৃতীয় দিন লক্ষ্য কী? বুমরা বলছেন, 'প্রথম সেশনটা ভাল খেলতে হবে। আমরা দল হিসাবে খুব বড় লক্ষ্য রাখি না। সব সময় বিশ্বাস করি সেশন ধরে ধরে এগোতে।'