বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) কোলাঘাটের এক তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তালাবন্দি অভিযুক্তর বাড়ি। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
SSC-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শুক্রবার পরেশের মেয়ে অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি, বেতনের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এই আবহে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইত ও তাঁর ভাই শান্তনুর বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ উঠতেই পরিবার নিয়ে এলাকাছাড়া তৃণমূল নেতা। তালাবন্দি বাড়ি।
অভিযোগকারী চাকরিপ্রার্থীদের দাবি, SSC-তে শিক্ষক, গ্রুপ C ও D কর্মী এবং প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা অতনু ও তাঁর ভাই। অভিযোগকারী চাকরিপ্রার্থী অর্ণব গুড়ে বলেন, "আমার কাছেও আড়াই লক্ষ টাকা নিয়েছেন, বলেছিলেন গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্ক এসএসসি যাতেই চাকরি বেরোবে তাতেই চাকরিতে যোগ করিয়ে দেবেন, পরে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইয়ে দেবে বলে দেড় লক্ষ টাকার সোনা রেখে টাকা নেন, টোটাল ৪ লক্ষ টাকা নিয়েছেন আমার কাছ থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নাম করে, আমরা চাই সিবিআই তদন্ত হোক।"
অপর অভিযোগকারী চাকরিপ্রার্থী মিন্টু কুইতি বলেন, "কয়েকজনের চাকরিও করে দিয়েছিলেন অতনু সেই থেকেই ওনার প্রতি বিশ্বাস জন্মায় ও ওনাকে আড়াই লক্ষ টাকা করে দুবার মোট ৫ লক্ষ টাকা দেই, উনি নিজেকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিলেন।"
যাঁর বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে, সেই তৃণমূল নেতা অতনু গুছাইত ২০০৩ সালে কোলা ১ নম্বর পঞ্চায়েতের সদস্য হন। ২০০৮-এ কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হন তিনি। এ বার চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন, "টিএমসি দলটি টাকা মারার ক্লাবে পরিণত হয়েছে, আর অতনু টাকা মারা ক্লাবের একজন দালাল, উনার স্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়া সেই সম্পর্ককে কাজে লাগিয়ে একজন নিম্ন শ্রেণীর নেতা কোলাঘাটের বুকে তিনতলা বাড়ি গাড়ি ঝাড়গ্রামে বাগানবাড়ি করেছে।"
রাজনৈতিক টানাপোড়েন
সুরজিৎ মান্না, তৃণমূল নেতা তথা কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্নার কথা, "বিগত দিনে দলের একজন কর্মী ছিলেন, একবার পঞ্চায়েত সদস্য ছিলেন ও একবার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, কিন্তু তারপরে ওনার সাথে প্রায় ৬ বছর হল দলের আর কোন যোগ নেই, বর্তমানে দলের কর্মী নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে উনার হাতে উনার যোগাযোগ আছে কিনা তা আমার জানা নেই।" এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, প্রতারণার অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।