নন্দীগ্রাম: এক বা দুই কিলোমিটার নয়, দীর্ঘ ১৯ কিলোমিটার পদযাত্রা। বৃহস্পতিবার নন্দীগ্রামে পৌঁছতে রাত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ে (Abhishek Banerjee) র। তার পরেও থামলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক। জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করলেন। জানিয়ে দিলেন, রাত ১০টায় নিজের এলাকায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও, কিন্তু তিনি করে দেখিয়ে দিলেন (Nandigram News)। 


নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি অভিষেকের দফতরে কর্মরত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছেন। তার পর থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন শুভেন্দু।  তাঁর মা-বাবা, স্ত্রীর নাম টেনে ট্যুইটও করেছেন। এদিন কার্যতই তার জবাবি ভাষণ দিলেন অভিষেক।


ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে। তার মধ্যে একটানা শুভেন্দুকে নিশানা করে গেলেন অভিষেক। তাঁর কথায়, "আমার বিরুদ্ধে এত ইডি, সিবিআই লাগিয়েছে।  কথায় কথায় খালি ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো। সকাল থেকে রাত। এতবার বোধহয় বাবা-মার নামও নেয় না। স্বপনে, শয়নে, জাগরণে, সকাল থেকে রাত পর্যন্ত খালি ভাইপো, ভাইপো। নাম নিতে পারে না। আপনারা বলুন, এত বড় নেতা যদি হয়, আমার নাম নিতে ভয় কিসের? আসলে ক্ষমতা নেই।"


আরও পড়ুন: Mamata Banerjee : পড়ুয়াদের অভাব, অভিযোগ শুনতে শিক্ষা দফতরে লেটার বক্স লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর


শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে অভিষেক আরও বলেন, "আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, শুভেন্দু অধিকারী ঘুষখোর, শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। এখন রাত সাড়ে ১০টা বাজে। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে, নিজের বিধানসভায় এত রাতে মিটিং করবে? ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"


নন্দীগ্রামবাসীকে এদিন মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতেও আহ্বান জানান অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।