বিটন চক্রবর্তী, নন্দকুমার : এবার সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি। তৃণমূল, বিজেপি ও সিপিএম আলাদা করে প্রার্থী দিয়েছিল। যদিও ৯টি আসনের মধ্যে ৮টিতেই জয়লাভ করে গেরুয়া শিবির। নন্দকুমারের এই ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগে তুলেছে তৃণমূল। পালটা জবাব দিয়েছে সিপিএম।


রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের সাওড়াবেড়্যা জালপাই -২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া জালপাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনে শাসক দলকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল বিজেপি। এখানে মোট আসন সংখ্যা ৯টি। তৃণমূল, বিজেপি ও সিপিএম আলাদাভাবে লড়াই করে ছিল। ৯টি আসনের মধ্যে ৮টি আসনেই জয়লাভ করে বিজেপি। বাকি জয়ী এক নির্দল সদস্যও সমর্থন করেছেন বিজেপিকে। 


বিজেপির জয়ী প্রার্থী ভবেশচন্দ্র বর্মণ বলেন, দুর্নীতির কারণে ১৯৬৩ সাল থেকে ধুঁকছে এই সমবায়। ক্ষতির মধ্যে দিয়ে চলছে। অনুন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে। আগামী দিনে আমরা জনগণের এই আর্শীবাদ মাথায় নিয়ে সমবায়ের উন্নয়ন তথা সমবায়ীদের বহুমুখী উন্নয়নকে তরান্বিত করতে বদ্ধপরিকর।


অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি ও সিপিএম তলে তলে গোপনে বোঝাপড়া করায় এই ফল হয়েছে। 


অভিযোগ অস্বীকার করে পালটা জবাব দিয়েছে সিপিএম।


চলতি বছরের গোড়ার দিকে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড় পূর্ব মেদিনীপুরে (Purba Medinipore) ধাক্কা খায় নন্দকুমার মডেল। পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়ী হয় তৃণমূল। ১৪টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিলেন তৃণমূল (TMC) সমর্থিত প্রার্থীরা। পরে বাকি ১০টি আসনেও শাসকদল সমর্থিত প্রার্থীরাই জয়ী হন।


যদিও বিজেপি অভিযোগ করে, তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করায়, নির্বাচন অবাধ হয়নি।


পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে ভিন্ন রাজনৈতিক সমীকরণ দেখা গেছে। গত বছর নভেম্বর মাসে, নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। গেঁওখালিতে আবার, সমবায় সমিতির ভোটে জয়ী হয় কংগ্রেস ও তৃণমূল সমর্থিতদের জোট। পটাশপুরে বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলপন্থীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।