ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের সামনে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। এই ঘটনায় সরগরম এগরার তৃণমূল পরিচালিত সাহাড়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন উপপ্রধান। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান ও তাঁর স্বামী।  


পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিরোধ। দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা! পঞ্চায়েত প্রধানের স্বামী, তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন শাসকদলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ঘটনাটি ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত। 


তুমুল 'দ্বন্দ্ব'
তৃণমূল পরিচালিত সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিলতা দাস। শান্তিলতার স্বামী প্রভুপদ তৃণমূল নেতা এবং এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তৃণমূলের নেতা-নেত্রী এই দম্পতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাহাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়রাই। পঞ্চায়েতের নির্দল সদস্যদের সমর্থন জোগাড় করে এগরা ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন উপপ্রধান। সেই আবেদন গৃহীতও হয়েছে। সাহাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান মিলনকুমার দে বলেন, 'স্বামী-স্ত্রী মিলে দুজনে নিজেদের ইচ্ছামতো সব কিছু চালাচ্ছে। নিজেদের লোকেদের বিভিন্ন স্কিমের সুবিধা পাইয়ে দিচ্ছেন। স্বজনপোষণ করছেন। প্রত্যেকটা স্কিমেই দুর্নীতি হচ্ছে। আমরা প্রতিবাদ করায় হুমকি, মারধর করে।' যাবতীয় অভিযোগ অস্বীকার করে অনাস্থা আনা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরই কাঠগড়ায় তুলেছেন প্রধান ও তাঁর স্বামী। সাহাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলনেত্রী ও প্রধান শান্তিলতা দাস বলেন, 'ওঁরা আগেও অনাস্থা এনেছিলেন। দল বসে সমস্যা মিটিয়েছিল। এখন যেটা দেখা যাচ্ছে ওঁরা পুনরায় অনাস্থা এনেছেন। ওঁরা কতটা স্বচ্ছ আগে তার প্রমাণ দিন।' এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও পূর্ত কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস বলেন, 'ওঁরা দলছুট হতে যাচ্ছেন। এলাকায় বিভিন্ন রকম অপকর্ম ওঁরাই ঘটিয়ে বেড়াচ্ছেন। নির্দলের সাহায্য নিয়ে দুর্নীতি চলছে। অপরদিকে আমাদের ফাঁসাতে নিজেদের বাড়িতে নিজেরাই বোমা ফাটিয়ে দোষারোপ করছে।'


বিজেপির দ্বন্দ্ব:
শাসকের ঘরের কোন্দল প্রকাশ্যে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেন, 'টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল। প্রধান বেশি নিয়ে উপপ্রধানকে কম দিয়েছে। তার ফলেই অনাস্থা।পঞ্চায়েতের আগে এধরনের ঘটনা বাড়বে।'


পঞ্চায়েত ভোটের আগে গ্রাম পঞ্চায়েতে দলের এই কোন্দল তৃণমূল নেতৃত্ব কীভাবে সামাল দেয় সেটাই দেখার। 


আরও পড়ুন: বাবা সিপিএম নেতা, এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি; তৃণমূলে যোগ দিয়ে কুন্তল হয়ে উঠলেন প্রভাবশালী