পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ১২ এর আশেপাশে রয়েছে। আজ, জেলায় রোদ উঠবে, মাঝে মাঝে আকাশ মেঘলা হয়ে যাবে। হালকা বৃ্ষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায়। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হবে। বৃহস্পতিবার জেলায় হাওয়ার গতিবেগ ১১ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ২৫-২৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশেপাশে উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। বৃহস্পতিবার সারা দিনে জেলায় ২,৫ থেকে ৩ মিমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীদিনে কেমন আবহাওয়া:
আগামীকাল জেলায় রোদ ও মেঘ দুটিই দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। মূলত বিকেল থেকে বৃষ্টি হবে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের দিনের বেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Real Feel তুলনায় বেশি হবে। UV-Index-১২ থাকবে। বিকেলের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে জেলায়। আকাশে মেঘ থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ২৪ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা বেজে ১১ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
এখানে সকালে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। real feel- ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। জেলার আকাশে মেঘ থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ শতাংশ। UV-Index-১০ থাকবে। এদিন জেলায় দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টি কমলেও আকাশে মেঘ থাকবে। জেলার কোনও কোনও এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আগামীকালও জেলার তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। দুপুরের পরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতা বাড়ায় অস্বস্তি বাড়তে পারে।