ঋত্বিক প্রধান, ভগবানপুর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরের (Bhagawanpur) পাঁউশিতে আক্রান্ত তৃণমূল নেতা (TMC Leader)। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাল্টা সভার পরের দিনই এই হামলা। ঘটনায় অভিযোগের তির বিজেপির (BJP) দিকে। এদিকে এই হামলার প্রতিবাদে ভূপতিনগর থানা ও পাঁউশি বাজারে ধর্না ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল।


তৃণমূল-বিজেপি চাপানউতোর-


গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের এই এলাকা। ভূপতিনগরে প্রথমে সভা করেন শুভেন্দু অধিকারী। গতকাল এর পাল্টা হিসেবে ভগবানপুর ২ নম্বর ব্লকের পাঁউশি বাজার একটি সভা করে তৃণমূল। সেখান থেকে তৃণমূল নেতা তথা মন্ত্রী অখিল গিরি অভিযোগ তুলছিলেন, এই সভা বানচাল করার জন্য প্রথম থেকেই এলাকায় বোমাবাজি করছে বিজেপি। 


একহাত নেন শুভেন্দুকে। বলেন, "বোমের আওয়াজ চলছে এই এলাকায়। আতসবাজির আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে আসছেন, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তাঁর ঘরের সামনে মিটিং হচ্ছে, খুব দুঃখ পেয়েছেন। আমাকে বলে হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রীর অর্থ ক্যাবিনেট নয়, আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে ওঁর বাবা কী মন্ত্রী ? শিশির অধিকারীকে দিল্লিতে কি মন্ত্রী করা হয়েছিল জিজ্ঞাসা করব ?"


তারপরে আজ পাঁউশি বাজার এলে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং এলাকারই উপপ্রধান মিহির ভৌমিকের ওপর চড়া হয় দুষ্কৃতীরা। সেখানে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদের শাসক দলের তরফে ভূপতিনগর থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। একইভাবে পাঁউশি বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা।


যদিও বিজেপিত তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, মিহিরবাবু এলাকার দখল নিজের হাতেই রেখেছেন। বরঞ্চ তাদের অনেক কর্মকর্তাই ঘরের বাইরে রয়েছেন। তাঁরা বহুদিন ঘরছাড়া। ফিরতে পারেননি। আজ সকালে মিহিরবাবু যখন সেখানে পৌঁছন, তখন তাঁর দলবলের মধ্যেই বচসা হয়। তার ফলে এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।


আরও পড়ুন ; শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে ফের 'কুকথা' অখিল গিরির