দিঘা:পূর্ব মেদিনীপুরের দিঘায় আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি( Weather forecast of Purba Medinipur)। গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ থেকে ৯৬ শতাংশ। দিঘায় আগামীকাল সাধারণত আকাশ মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হাল্কা বৃষ্টিও হতে পারে। ৩০ ডিসেম্বর আকাশ পরিষ্কার থাকতে পারে। বছরের শেষদিনেও আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা। নতুন বছরের প্রথম দিনে থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
পূর্ব মেদিনীপুরে আজ আবহাওয়া সম্পর্কে কোনও সতর্কবার্তা নেই।
রাজ্যের আবহাওয়ার আপডেট
মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ঊর্ধ্বমুখী পারদ। বছর শেষের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বিশেষ নেই।
তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফু-তে। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমেছে শীতের (winter) দাপট। দেশের দুই প্রান্তে আবহাওয়ার দুই ছবি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতায় (Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ঘোরাফেরা করবে ১৭ ডিগ্রির আশেপাশে, সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রার হেরফের হবে না। তারপর থেকে আস্তে আস্তে সামান্য কমবে তাপমাত্রা।