পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) আজ আংশিক মেঘলা আকাশ। সেইসঙ্গে হাল্কা পৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি কেটে আগামীকাল থেকে আকাশ প্রধানত পরিষ্কার থাকতে পারে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড (Weather forecast of Purba Medinipur) । সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ৩১ ডিসেম্বরও আকাশ পরিষ্কার থাকতে পারে। সেইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। নতুন বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ২ জানুয়ারিও আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা। সেইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। গতকাল দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুরে আজ আবহাওয়া সম্পর্কে কোনও সতর্কবার্তা নেই।
রাজ্যের আবহাওয়ার আপডেটউল্লেখ্য, দক্ষিণবঙ্গজুডে়ই বর্ষশেষে উধাও শীত। এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটি। আজ কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ।এদিকে, কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকা। সিকিমের লাচুঙেও প্রবল তুষারপাত।