পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি বেশি। দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেইসঙ্গে দু-এক পশলা হাল্কা বৃষ্টি হতে পারে (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হতে চলতে পারে হাল্কা বৃষ্টিও। ২৫ জানুয়ারিও দিঘায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে, সেইসঙ্গে দু-এক পশনা বৃষ্টি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ২৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা ও হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা ৯৮ থেকে ৮৩ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫.২২ টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.১৯ টায়।
রাজ্যের আবহাওয়ার আপডেট
মাঘের শুরুতে কুপোকাত শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ। আজ ও কাল রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি। ফের কমবে তাপমাত্রা। এরপর বঙ্গভূমে শীত ঘুরে দাঁড়াবে নাকি, ধীরে ধীরে পাততাড়ি গোটাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Purba Medinipur Weather: আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দিঘার আবহাওয়া কেমন থাকবে?
abp ananda
Updated at:
23 Jan 2022 09:22 AM (IST)
Weather forecast of Purba Medinipur :
ফাইল ছবি
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
23 Jan 2022 09:22 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -