পূর্ব মেদিনীপুর:  পশ্চিমী ঝঞ্জা কেটে রাজ্যে উত্তুরে হাওয়া ফিরেছে। ফলে সারা রাজ্যেই তাপমাত্রা কমেছে। পূর্ব মেদিনীপুরের দিঘাতেও জাঁকিয়ে শীত।  দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও  মূলত আকাশ পরিষ্কার থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও আকাশ পরিষ্কারই থাকতে পারে। রবিবারও দিঘায় আকাশ থাকতে পারে মেঘমুক্ত। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন সোমবার ৩১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আকাশ পরিষ্কার থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেও দিঘায় আকাশ মেঘমুক্ত থাকার সম্ভবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস।


পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।  


রাজ্যের আবহাওয়ার আপডেট


উত্তুরে হাওয়ার প্রভাবে ফের শীতের দাপট।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এক রাতে কলকাতার পারদ নামল ৩ ডিগ্রি সেলসিয়াস।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।  আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  এ মাসের শেষে ছত্তীসগঢ়, বিহার ও ওড়িশা থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে।  ফলে শনি ও রবিবার জমিয়ে শীত পড়ার সম্ভাবনা।  তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফের বাড়বে তাপমাত্রা।  পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর সময় বৃষ্টি হতে পারে।