শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী ও পূর্ণেন্দু সিংহ : করোনা আবহে (Corona Pandemic) প্রায় ২ বছর ধরে বন্ধ স্কুল (School Closed)। কতদিন এভাবে চলবে, তা কারও জানা নেই। টানা অনলাইন ক্লাস (Online Class) করতে হচ্ছে পড়ুয়াদের (Students)। যার প্রভাব পড়ছে পড়ুয়াদের শরীর ও মনের ওপর। এমনই আশঙ্কার কথা জানা গেছে, ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের সমীক্ষায়। এদিকে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। ক্রমশ পিছিয়ে পড়ার আশঙ্কা কুরে কুরে খাচ্ছে অভিভাবকদের।


স্কুল বন্ধের জেরে দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাসের জেরে চিকিৎসকদের আশঙ্কা, কচিকাচাদের শরীর এবং মনে মারাত্মক প্রভাব পড়ছে। এমনকী, যারা দীর্ঘদিন বাড়িতে বসে মোবাইল ফোনে, ল্যাপটপ বা ট্যাবে অনলাইন ক্লাস করছে, তাদেরও ক্ষতি হয়ে যাচ্ছে অজান্তেই। ভারতের শিশু চিকিৎসকদের সংগঠন, ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রমাগত অনলাইন ক্লাস, ঘর থেকে বেরতে না পারার ফলে, বয়ঃসন্ধিকালে যারা আছে, তাদের শারীরিক ও মানসিক নানা সমস্যা দেখা দিচ্ছে। চোখ লাল হয়ে যাচ্ছে। মাথা যন্ত্রণার মতো সমস্যা দেখা দিচ্ছে। যত সময় যাচ্ছে, সমস্যাও তত বাড়ছে। এই প্রেক্ষাপটে একটি গাইডলাইন জারি করেছে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস। তাতে বিভিন্ন বয়সের পড়ুয়াদের দৈনিক অনলাইন ক্লাসের সময়সীমা কমানোর কথা বলা হয়েছে।


এদিকে, প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা আবার অনলাইনে শিক্ষার সুযোগই পায়নি। ফলে পড়াশোনা থেকে ক্রমশ দূরে সরে গেছে তারা। বাঁকুড়ার জগদ্দলায় মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাসই চালু হয়নি! জলপাইগুড়ির বজরাপাড়া ডেঙ্গুয়াঝাড় BFP স্কুল কার্যত পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ হাইস্কুল কিংবা গয়েশ্বরী উচ্চ বালি বিদ্যালয়ও আগাছায় কার্যত ঢেকেছে। কোচবিহারের নৃপেন্দ্রনারায়ণ হাইস্কুল ও জেনকিন্স হাইস্কুলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অবধি অনলাইনে পড়াশোনা হলেও, পড়ুয়ারা ঘরবন্দি থেকে হাঁফিয়ে উঠেছে।


বহু হতদরিদ্র পরিবারের পড়ুয়াদের ঘরে এখনও অবধি স্মার্টফোন নেই! ফলে স্কুল না খুললে, পড়াশোনায় তারা যে অনেকটাই পিছিয়ে পড়বে, সেটা বলাই বাহুল্য।


আরও পড়ুন- অবিলম্বে খুলুক স্কুল, পাড়ায় শিক্ষালয় প্রকল্পের মহড়াতে উঠল দাবি


Education Loan Information:

Calculate Education Loan EMI