পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪  ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ১  ডিগ্রি কম।  দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দিঘায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও  মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেইসঙ্গে দু-এক পশলা হাল্কা বৃষ্টি হতে পারে (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও সকালে কুয়াশা থাকতে পারে, দিনের পরবর্তী সময় আকাশ মূলত পরিষ্কার থাকবে।  সোমবারও আকাশ পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।  

আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫.৩১  টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.১৫ টায়।

রাজ্যের আবহাওয়ার আপডেট

সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি (Kolkata rain) হবে না। গোটা দক্ষিণবঙ্গেই (south bengal) আজ থেকে আবহাওয়ার উন্নতি। তবে উত্তরবঙ্গে (North Bengal) আজও বৃষ্টি হবে। এদিকে, গতকালের তুলনায় একধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। 

শনিবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পারদ নামায় ফিরবে শীতের আমেজ।  অন্যদিকে জেলায় জেলায়ও আবহাওয়া ঝলমলে।  শুক্রবার মুষলধারে বৃষ্টির পর শনিবার সকালটা কুয়াশা দিয়ে শুরু হল। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকা । যান চলাচল করছে খুবই ধীর গতিতে।