পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি বেশি। দিঘায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টা ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও মূলত আকাশ পরিষ্কার থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে যথাক্রমে ২১ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেইসঙ্গে বৃষ্টির পূর্বাভাসও থাকছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও দিঘার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
রাজ্যের আবহাওয়ার আপডেট
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছিল যে, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আগামী ১ দিনের মধ্যে বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং-এ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলেনি আবহাওয়া দফতর। কলকাতার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। বৃহস্পতিবার অবধিই বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টি হতে পারে। গত সোমবার দিন শুরু হয়েছিল কুয়াশার চাদরে গা ঢাকা দিয়ে। দেখা মেলেনি সূর্যের। ব্যাহত হয় কলকাতার বিমান পরিষেবা। সোমবার সকালে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ৫০ মিটারে।