বুয়েনস আইরেস: হৃদযন্ত্রে বড়সড় সমস্যা ধরা পড়েছে। ফুটবলকে অকালে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি। আর্জেন্তিনার প্রাক্তন স্ট্রাইকার সেই সের্জিও আগুয়েরো (Sergio Aguero) জানালেন যে, চলতি বছর কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) তিনি লিওনেল মেসিদের দলেই থাকছেন!


তাহলে কি অবসর ভেঙে মাঠে ফিরছেন তিনি? না, বিশ্বকাপে ফুটবলার হিসাবে থাকছেন না কুন আগুয়েরো। হৃদপিণ্ডজনিত সমস্যার জন্য ফুটবলকে সন্ন্য়াস জানাতে বাধ্য হওয়া আগুয়েরোকে দেখা যাবে ব্যাকরুম স্টাফ হিসাবে। সোমবার আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতি ক্লডিও তাপিয়ার সঙ্গে দেখা করেছিলেন আগুয়েরো। তারপরেই মেসির প্রাক্তন সতীর্থ জানতে পারেন যে, বিশ্বকাপে তিনি কাতার যাচ্ছেন আর্জেন্তিনা দলের সঙ্গে।


গত বছর ডিসেম্বরে আগুয়েরো চোখের জলে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) ১০ বছর সাফল্যের সঙ্গে ফুটবল খেলা আগুয়েরো এক মরসুমের জন্য ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় খেলতে এসেছিলেন। কিন্তু কাতালুনিয়ান ক্লাবের জার্সিতে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্তিনার তারকা স্ট্রাইকার। আর এই রোগের জন্যই পেশাদারি ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হন আগুয়েরো।


আগুয়েরো বলেছেন, "আমাদের আলোচনা করে দেখতে হবে যে, বিশ্বকাপে দলে আমি কোন ভূমিকায় থাকতে পারি। তাপিয়ার সঙ্গে খুব ভাল কতার্বাতা হয়েছে। আমি দলের সঙ্গে থাকব। ওদের কাছাকাছি থেকে মজা করার চেষ্টা করব। একটা রাস্তা খুঁজে বার করতে হবে জাতীয় দলকে সাহায্য করার।"


আর্জেন্টিনার জার্সি গায়ে ১০১টি ম্যাচে ৪১টি গোল করেছেন আগুয়েরো। গত বছর আর্জেন্তিনা ২৮ বছর পর মেজর ট্রফির খরা কাটিয়েছিল কোপা আমেরিকার হাত ধরে। সেই টুর্নামেন্টে নীল-সাদা জার্সিতে শেষবার খেলেছিলেন আগুয়েরো। মেসি অ্যান্ড কোং ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং গ্রুপ থেকে তারা উঠেছে। ব্রাজিলের থেকে চার পয়েন্টে পিছিয়ে থেকে।


‘আমি খেলতে চাই, তবে এখন ফুটবলকে ভয় পাই। সারাজীবন বড় প্রতিযোগিতায় অংশ নিতে কঠিন অনুশীলন করে এসেছি। আর এখন ভয় করে। ফুটবল খেলা ও এ নিয়ে কোনও খবরও পড়ি না,’ বলেছেন আগুয়েরো।


খেললে কাতার বিশ্বকাপে মেসির সতীর্থ হতেন নিশ্চিতভাবেই। অনিয়মিত হৃৎস্পন্দনে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় চিকিৎসকের পরামর্শে বিদায় নিতে হয়েছে মাঠের খেলা থেকে। খেলায় না থাকলেও মাঠে বসে উত্তরসূরিদের সাহস যোগাতে কাতার বিশ্বকাপে থাকতে চান আগুয়েরো।