সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া:  জিআই (GI) তালিকায় নাম জুড়ল পুরুলিয়ার (Purulia) ঐতিহ্যবাহী ছৌ (Chhau) মুখোশের। কেন্দ্রের ছাড়পত্র মিলতেই পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ছৌ শিল্পীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। জিআই তকমা পাওয়ায় এবার বিশ্বের দরবারে চাহিদা বাড়বে ছৌ মুখোশের। আশাবাদী ছৌ শিল্পীরা। কলকাতার (Kolkata) রসগোল্লা (Rosogolla), বর্ধমানের (Burdwan) সীতাভোগ-মিহিদানার পর এবার জিআই স্বীকৃতি পেল পুরুলিয়ার ছৌ মুখোশ। মিলল কেন্দ্রের ছাড়পত্র।     

  


কী এই জিআই ছাড়পত্র? 


কোনও একটি সীমাবদ্ধ ভৌগলিক ক্ষেত্রের মধ্যে উৎপন্ন বিশেষ ধরনের জিনিসের স্বীকৃতি হল এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই রেজিস্ট্রেশন। এবার এই তকমা পেল পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্প। বাঘমুণ্ডির চড়িদা গ্রামের ৩১ জন ছৌ মুখোশ শিল্পীর হাতে তুলে দেওয়া হল জিআই শংসাপত্র। ওয়েবসাইটে জিআই ৫৬৫ নম্বরে ক্লিক করলেই মিলবে ৩১ জন ছৌ মুখোশ শিল্পীর নাম। এই উদ্যোগে আশাবাদী ছৌ মুখোশ শিল্পীরা। তবে এর পাশাপাশি, রাজ্যের থেকে কোনও ভাতা না পাওয়ায় ঝরে পড়েছে আক্ষেপ।                         


আরও পড়ুন, বাংলা সহ দেশে বিভিন্ন জায়গায় বাড়ছে দুধের দাম ! দেখুন পকেটে কেমন ছ্যাঁকা লাগবে


কী জানালেন শিল্পীরা? 


পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পী ফাল্গুনী সূত্রধর বলেন, "জিআই পেয়ে উপকৃত হব। দেশবিদেশের লোক নম্বর সার্চ করে জানতে পারবে কোথায় মুখোশ পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে ভাল হল। অন্যদিকে, আরেক ছৌ শিল্পী বলেন, "ছৌ শিল্পীরা রাজ্যের থেকে ১ হাজার টাকা ভাতা পায়। আমরা মুখোশ তৈরি করে পাই না। সরকার যদি দেখে আমরা উপকৃত হব।"                                                              


তবে পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক  প্রণবকুমার ঘোষ বলেন, "জিআই নম্বর দেখে সার্চ করলে ছৌ মুখোশের সন্ধান মিলবে। ভাল মুখোশ কোথায় হয় জানতে পারবে। আমরা নানারকম কাজ দিই। ওদের যাতে অসুবিধা না হয় তার জন্য সরকার চেষ্টা করছে।"  চড়িদারই ছৌ শিল্পী গম্ভীর সিংহ মুড়া প্রথম ছৌ নাচকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। এবার জিআই স্বীকৃতির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ছৌ মুখোশের কারিগররা।