সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া :  করোনাভাইরাস মোকাবিলায় টিকাকরণ অভিযানের শুরুর পর বিভিন্ন জায়গা থেকেই বিশৃঙ্খলার খবর সামনে এসেছিল। এবার বুস্টার ডোজ ভ্যাকসিন (Corona Precaution Dose) দেওয়াকে কেন্দ্র প্রথম দিনেই করে চরম হয়রানির অভিযোগ পুরুলিয়ার (Purulia) দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Deben Mahata Government Medical College & Hospital)। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা (Chaos) সৃষ্টি হয় টিকাগ্রহন কেন্দ্রে । সমস্যায় পড়তে হয় বুস্টার ডোজ নিতে আসা ষাটোর্ধ্ব বৃদ্ধবৃদ্ধাদের । এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাসপাতালের সুপারের কাছে গিয়ে অভিযোগ জানান ষাটোর্ধ্বরা। অব্যবস্থার দায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘাড়ে দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন প্রথম সারির করোনা-যোদ্ধারা। ষাটোর্ধ্বরা কয়েকদিন পরে প্রিকশন ডোজ পাবেন।


cowin.gov.in এই লিঙ্ক থেকে বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়ার মেসেজ পেয়েই সকাল থেকেই শ’য়ে শ’য়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভিড় জমান পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজের  টিকাগ্রহন কেন্দ্রে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সময় সকাল ১১ টা পেরিয়ে গেলেও বুস্টার ডোজ ভ্যাকসিন শুরু না হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয় । ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধবৃদ্ধারা । স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তোলেন তাঁরা । কোথায়, কখন, কিভাবে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে তা জানা নেই কারুরই। আর তাতেই এই বিশৃঙ্খলা বাধে । ঘটনার পর নির্দিষ্ট সময়ের পরই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ  হাসপাতালের সুপারের কাছে গিয়ে প্রতিবাদ জানান তারা । যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুনাল কান্তি দে জানান, ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা অবশ্যই ভ্যাকসিন পাবেন । তবে তার আগে ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভ্যাকসিন পাবে । আর এরপরই স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন ওই বৃদ্ধ বদ্ধারা।


উল্লেখ্য, করোনা-যুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। আজ থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হল। প্রথমেই তা পাচ্ছেন স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। আজ থেকে কলকাতার সমস্ত টিকাকেন্দ্রে এই ডোজ পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স। ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে।