সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: এবার নিজেদের এবং মেডিক্যাল কলেজের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। পঠনপাঠন বন্ধ রাখার পাশাপাশি কোনওরকম চিকিৎসা পরিষেবা দেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা।
তাঁদের দাবি, পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতুয়াড়া ক্যাম্পাস এবং পুরুলিয়া সদর হাসপাতালের ক্যাম্পাস মাঝে দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এই দুই ক্যাম্পাসে রাতের দিকে যাতায়াত বিপদজ্জনক। বিশেষ করে মহিলা ডাক্তারদের নিরাপত্তার পক্ষে এই দূরত্ব সমস্যার। তাই অবিলম্বে সদর হাসপাতালের ক্যাম্পাসের যাবতীয় বিভাগ নবগঠিত হাতুয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত করতে হবে। কর্তৃপক্ষ যতক্ষণ না লিখিতভাবে এই দাবি মানার আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবস্থান প্রতিবাদ চলবে বলে জানান ছাত্রছাত্রীরা।
RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। কলকাতার পাশপাশি জেলার মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। একদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরেক দিকে রোগীদের হয়রানি, দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এল এই ছবি।
RG কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা। বারুইপুর মহকুমা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন কর্মবিরতি শুরু করায় আউটডোরে লম্বা লাইন পড়ে রোগীদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও বিক্ষোভের আঁচ। প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন।
আরও পড়ুন, মঙ্গলে আকাশ মেঘলা, বৃষ্টি মাথায় করেই কি বের হতে অফিস ?
প্রতিবাদের ঢেউ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের RG করকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। মৌন মিছিল করেন তাঁরা। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদে নেমেছে দিল্লি AIIMS। দিল্লি AIIMS এর চিকিৎসকেরা সিবিআই-এর তদন্তের দাবি-সহ ৬ দফায় দাবি জানিয়েছেন।দেশের রাজধানী দিল্লির ১০ টি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিতে নেমেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।