সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যখন হাজার প্রশ্ন, তখনই পুরুলিয়া জেলায় স্বাস্থ্য দফতরের নিয়োগের ভুয়ো নিয়োগপত্র সামনে এল। হোয়াটসঅ্যাপে নিয়োগের ভুয়ো নির্দেশ ঘিরে চাঞ্চল্য তৈরি হল পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে 'রাতের সাথী ভলান্টিয়ার' হিসেবে ১৩ জনকে চাকরিতে যোগ দেওয়ার ভুয়ো নথি আসে সুপারের হোয়াটসঅ্যাপে। পরে তিনি CMOH-এর সঙ্গে যোগাযোগ করায় গোটা বিষয়টি সামনে আসে। কে বা কারা এই ভুয়ো নথি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা।
ঠিক কী হয়েছে?
ভুয়ো নিয়োগপত্র এর সুপারিশ সংক্রান্ত একটি চিঠি তাকে দেওয়া হয়েছে এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যদিও ভুয়ো ওই নিয়োগপত্র দেওয়ার নির্দেশিকায় লেখা রয়েছে নিম্ন লিখিত ১৩ জনকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে রাতের সাথী প্রকল্পের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং ওই প্যাডে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়। নিচে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সই ও স্ট্যাম্প রয়েছ।
এই বিষয় নিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী বলেন মার্চ মাসের ৫ তারিখে আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যেখানে দেখলাম যে দশ-এগারো জনের নাম দেওয়া রয়েছে। এও বলা হয়েছে সেখানে যে সেই ব্যক্তিদের বলে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
আরও পড়ুন, 'মাছ আর সবজি দে তাড়াতাড়ি, টাকা দেব না', পুলিশ সেজে 'বাজার লুঠ' তৃণমূল কর্মীদের
তিনি এও বলেন, 'আমি সেটা সিএমএইচ কে পাঠাই। আমার মনে সন্দেহ হয়। এমন আগে কখনও কোনও ঘটনা ঘটেনি। এটা অবশ্যই ফেক কিছু এটা মনে হয়েছে বলে আমি সঙ্গে সঙ্গে সিএমএইচ কে পাঠিয়েছি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন এটা পুলিশের কাছে এফআইআর করা আছে তারা তদন্ত করছে সেটা তদন্ত করলেই বোঝা যাবে কী হয়েছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে