নয়াদিল্লি : অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাওস্কর ট্রফিতে পরাজয়ের পর রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বহু কাটাছেঁড়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩৮-এর কোটায় পৌঁছানো হিটম্যান ইতিমধ্যে টি২০ ক্রিকেট থেকে অবসরও নিয়েছেন। ২০২৪-এ টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও আর জাডেজা ক্রিকেটের দুটি ফর্ম্যাটে মনোনিবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে জুন মাসে। সেই সময় ইংল্যান্ড সফর করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারত পরবর্তী বড় একদিনের টুর্নামেন্ট খেলবে ২০২৭-এর একদিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি ও একদিনের বিশ্বকাপের মাঝে এতটা সময় থাকায় টিম ইন্ডিয়ায় অনেক রদবদলের সম্ভাবনা তৈরি হচ্ছে।

যদিও ওপেনার হিসাবে যে ধ্বংসাত্মক মেজাজে রোহিত খেলা শুরু করেন, তা উপেক্ষা করা মুশকিল। এরই মধ্যে BCCI-এর একটি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আগামীকাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তাহলে রোহিত শর্মা অবসর নিতে পারেন। রিপোর্টে এও বলা হয়েছে, ভারত যদি জেতেও, তাতেও রোহিতের সিদ্ধান্ত কী হতে চলেছে তা নিয়ে কোনও পরিষ্কার ধারণা নেই। উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ সিদ্ধান্ত নির্ভর করবে রোহিতের উপর। যিনি অধিনায়ক হিসাবে ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে। 

রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে জেতে, রোহিত একজন খেলোয়াড় হিসাবেই একদিনের দলে থেকে যেতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে তীব্র। সেক্ষেত্রে কোনও তরুণ ক্রিকেটারের ঘাড়ে যাবে অধিনায়কত্বের দায়িত্ব। হার্দিক পাণ্ড্য অথবা শুভমন গিলকে বেছে নেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী, রোহিত দলে নির্বাচিত হলে, যতদিন চাইবেন ততদিন খেলতে পারেন।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুই দলই কার্যত সব বিভাগে নিজেদের মেলে ধরেছে। যদিও ফাইনালের আগে কড়া সমালোচনার মুখে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভালো শুরু করেও বারবার ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে তিনি। চার ইনিংসে ১০৪ রান করেছেন হিটম্যান। স্ট্রাইক রেট ১০৭.২১। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, অতিরিক্ত আগ্রাসী ক্রিকেটই কি বারবার সমস্যায় ফেলছে রোহিতকে । ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য অধিনায়কের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন যে, দলের ম্যানেজমেন্ট পরিসংখ্যান নিয়ে চিন্তিত নয়। পরিবর্তে একজন খেলোয়াড়ের প্রভাবের ভিত্তিতে বিচার করা হচ্ছে। Sunil Gavaskar on Rohit Sharma

যদিও এনিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ব্যাটিং কিংবদন্তি সুনীল গাওস্কর। রোহিতের উদ্দেশে তিনি বলেন, "একজন ব্যাটার হিসাবে, তুমি ২৫-৩০ করে রান করেই খুশি ? তা হওয়া উচিত নয়। এটাই আমি ওকে বলব। সাত, আট ও নয় ওভার থাকার পরিবর্তে তুমি যদি ২৫ ওভার পর্যন্ত টিকে যাও, তাহলে দলে তোমার প্রভাব আরও বেশি হবে।"