সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে (Rain in South Bengal) এখনও সেভাবে বর্ষা ঢোকেনি। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এখনও পারদ (Heatwave Condition) বেশ ঊর্ধ্বমুখী। তাপপ্রবাহ পরিস্থিতিও চলেছে কদিন আগে। ওই জেলাগুলিতে- বিশেষ করে জঙ্গলমহলে প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত হয়েছে বন্য়প্রাণের। এই প্রবল গরমে জলের সমস্যা হয়, তাতে বিশেষ করে সমস্যায় পড়ে পাখিরা। সেদিকে তাকিয়েই পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে বনদফতর (Forest Department)।


পুরুলিয়া বনবিভাগের আড়শা,কোটশিলা,বাঘমুণ্ডি-সহ মোট ৮টি বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস,নার্সারি- সব জায়গাতেই এই ব্য়বস্থা নেওয়া হচ্ছে। পাখিদের আনাগোনা রয়েছে, এমন সব এলাকায় গাছে গাছে জলভর্তি মাটির পাত্র বেঁধে রাখা হয়েছে। ওই পাত্রগুলিতে সকাল-বিকেল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই পাত্রের জলেই তেষ্টা মেটাচ্ছে জঙ্গলের নানা জানা-অজানা পাখির দল। এমন ছবি দেখা গেল ঝালদা রেঞ্জ ও ঝালদা রেঞ্জের খামার বিট অফিসে, যেখানে মাটির পাত্রে কর্মীদের জল ভরে রাখছেন।


বন দফতরের পুরুলিয়া বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, 'রেঞ্জ অফিস,বিট অফিস,নার্সারি কিংবা ডিপোর পাশাপাশি পাখিদের আনাগোনা রয়েছে এরকম আরও কিছু জায়গা চিহ্নিত করে গাছে গাছে জলের পাত্র বসানো হয়েছে।' পরিস্থিতি বুঝে প্রয়োজনে পাত্রের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি কয়েকদিনে ওই এলাকায় বৃষ্টির দেখা মেলেনি। এদিকে ক্রমশ বেড়ে চলেছে পারদ। পারদ ক্রমশ বাড়তে বাড়তে ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। কাঠফাটা রোদে শুকিয়ে গিয়ে প্রায় খটখটে অবস্থা আশেপাশের জলাশয়গুলির। এই পরিস্থিতিতে পাখিদের জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছে বনদফতর।


ঝলসে যাওয়া গরমে যাতে পাখিরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে, তার জন্য়ও ব্য়বস্থা নেওয়া হয়েছে। উড়ান শেষে পাখিদের বিশ্রামের জন্য গাছের ডালে ডালে কিছু মাটির হাঁড়িও বাঁধা হয়েছে বন দফতরের তরফে। টানা উড়ানের পরে তীব্র গরমে ক্ষণিকের জন্য জিরিয়ে নিতে পারছে পাখিরা। বন দফতরের তরফে জানানো হয়েছে,বিভাগের সমস্ত রেঞ্জ মিলিয়ে আড়াইশোরও বেশি জলের পাত্র বসানো হয়েছে। পাখির বাসার সংখ্যাও নেহাতই কম হবে না বলে দাবি তাদের।  বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রবল গরমের দোসর বার্ড ফ্লু আশঙ্কা! অন্তঃসত্ত্বারা খেয়াল রাখবেন কী কী? জানাচ্ছেন চিকিৎসক