হংসরাজ সিংহ, পুরুলিয়া : পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরে তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় সদস্যদের একাংশ। তলবি সভার আগেই পদত্যাগ প্রধানের। ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ বিজেপির (BJP)। প্রধান অসুস্থ বলে পদত্যাগ, পাল্টা দাবি তৃণমূল শিবিরের।
তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় সদস্যরাই। ভোটাভুটির আগেই পদত্যাগ প্রধানের। পুরুলিয়ার রঘুনাথপুরের তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের তলবি সভা ঘিরে চূড়ান্ত নাটকীয়তা।
২০১৮-র পঞ্চায়েত ভোটে ১১ আসনের বেড়ো গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৭, তৃণমূল ৩ ও নির্দল একটি আসনে জেতে। মাস তিনেক পর বিজেপি ও নির্দল সদস্যরা তৃণমূলে যোগ দেন। প্রধান হন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা পূর্ণিমা কৈবর্ত। কিন্তু পঞ্চায়েতে অনিয়মিত উপস্থিতির কারণ দেখিয়ে, চলতি মাসের গোড়ায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের ৮ সদস্য।
মঙ্গলবার ভোটাভুটি হয়। তার আগে বিডিও-র কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন প্রধান। এনিয়ে রঘুনাথপুরের তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রামানুজ আচারিয়া বলেন, ৮ জন প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছি। প্রধান পঞ্চায়েতে আসতেন না। উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছিল।
রঘুনাথপুর ১ নম্বর (Raghunath 1 no Block) এলাকার বিডিও রবিশঙ্কর গুপ্ত বলেন, শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান। আইন মেনে পরবর্তী পদক্ষেপ।
একাধিবার ফোন করা হলেও, ধরেননি তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের পদত্যাগী প্রধান পূর্ণিমা কৈবর্ত। যদিও প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায়, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পুরুলিয়া বিজেপি-র সহ সভাপতি বাণেশ্বর মুখোপাধ্যায় বলেন, নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার লড়াই। তার কারণেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব।
পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারি বাউড়ি বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। প্রধান অসুস্থ বলে পদত্যাগ করবেন বলে দলকে আগেই জানিয়েছিলেন। নিয়ম মেনে অনাস্থা হয়েছে।
রঘুনাথপুরের ঘটনায় তৃণমূলের প্রধান ইস্তফা দিলেও এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত।