পুরুলিয়া: ফাঁদে পা দিচ্ছে না বাঘ। ঘাঁটি গেড়েছে বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলেই। ঘুম উড়েছে এলাকার বাসিন্দা থেকে পর্যটকদের। প্রস্তুত ট্র্যাঙ্কুলাইজার টিমও। কিন্তু অপেক্ষাই সার বন দফতরের।
বাগে আসছে না বাঘ: পুরুলিয়ায় জঙ্গলের ভিতরেই এখন ঘুরে বেড়াচ্ছে বাঘিনী। রেডিও কলার থেকে অবস্থান জানা যাচ্ছে। কিন্তু, দেখা মিলছে না। ছাগলের টোপ দেওয়া হলে, তা অবধি ছুঁয়ে দেখেনি। ফলে তাঁকে খুঁজে বার করা হয়ে পড়েছে দুঃসাধ্য়। ফলে বাঘের ভয়ে ঘুম উড়েছে পুরুলিয়ার বান্দোয়ানের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। বন দফতর সূত্রে খবর, গতকালের পর আজও পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে তার অবস্থান পাওয়া গেছে। ওড়িশার সিমলিপালের রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্য়াঘ্র প্রকল্প থেকে বিশেষ দল আসার পাশাপাশি, বনদফতরের ট্র্যাঙ্কুলাইজার টিম চেষ্টা করছে বাঘিনিকে খাঁচাবন্দি করতে।
প্রায় ২ সপ্তাহ আগে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে উধাও হয়ে যায় দুই বাঘিনী। এক বাঘিনীকে দেখা যায় ঝাড়খণ্ডে। আরেক বাঘিনী ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে। রবিবার সকালে তার গতিবিধি দেখা গেছিল পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা-র জঙ্গলে। তড়িঘড়ি জঙ্গলের আশপাশে পাতা হয় খাঁচা। বাঘিনীকে টোপ দেওয়ার জন্য আনা হয় ছাগল। কিন্তু, তার ধারেকাছেও আসেনি সে। সোমবার সকালেও বাঘিনীর অবস্থান দেখা যায় পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটে কেশরার জঙ্গলে। পুরুলিয়া ডিভিশনের DFO অঞ্জন গুহ বলেন, "ওকে ট্র্য়াপে পাওয়া যায়নি। ও যদি ঝাড়খণ্ডে যায় ওখানে দেখা যাবে। আমরা মানুষকে সচেতন করছি।'' পুরুলিয়ার SP অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের কথায়, "এখনও পর্যন্ত তো কারও ক্ষতি করেনি বাঘটি। বন দফতরের সঙ্গে আমরা কাজ করছি।''
এলাকাবাসীকে সতর্ক করতে বন দফতরের কর্মী এবং পুলিশের তরফে জঙ্গলের আশপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বাঘ।ভয়ে সিঁটিয়ে রয়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বেরোতেই সাহস হচ্ছে না কারও। ওই এলাকার বাসিন্দা সুনীল হেমব্রম বলেন, "আমরা ভয়ে জড়োসড়ো হয়ে আছি। এখন যে ধান কাটা হয়েছে সেটা ঘরেই ঝাড়া হচ্ছে বাকি সব মাঠে ঘাটেই পড়ে আছে। এখন চাইছি ওকে ধরা হোক।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।