Gold Rate: সোনার দাম এই পৌষ মাসে কমতে শুরু করেছে। এখন আর বিয়ের মরশুম নেই। ফলে বাজারে সোনার (Gold Price) চাহিদাও অনেক কমে গিয়েছে। সোনার দাম (Gold Silver Rate) আজও গতকালের থেকে কমে গিয়েছে বাংলার বাজারে। আজ কিনলে অনেক সাশ্রয় হবে সোনার দামে। কত দর চলছে আজ ? দেখে নিন নতুন রেটচার্টে।
আজকের সোনা-রুপোর দর (২৪ ডিসেম্বর, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৫৭৪ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২০০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৮৯৫ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯১০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,৩৪৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)
সোনার গয়না কেনেন অনেকে, কেউ করেন বিনিয়োগ
সোনা যে কোনও সময় যে কোনও ভারতীয় তথা বাঙালির কাছে এক নিশ্চিন্ত বিনিয়োগের মাধ্যম বলেই মনে করা হয়। যুগ যুগ ধরে ভারতীয়দের মধ্যে সোনা কেনার চল রয়েছে। অনেকেই মনে করেন সোনা হল অসময়ের বন্ধু, টাকার অভাব হলে সোনা বিক্রি করে মুনাফা পাওয়া যায়। তাই কেউ কেউ সোনার গয়না গড়ান অলঙ্কার হিসেবে আবার কেউ করেন সোনায় বিনিয়োগ। তবে সোনার গয়না কোনও বিনিয়োগ নয়, সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সোনার বার বা কয়েন কিংবা সোনার ইটিএফে বিনিয়োগে বেশি মুনাফা মেলে এবং লিকুইডিটি অনেক বেশি, অনেক স্বচ্ছ্ব। সোনার বিশুদ্ধতার ক্ষেত্রে ২৪ ক্যারাট সোনা, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট ইত্যাদি ভাগ করা আছে। ২২ ক্যারাট সোনা দিয়ে গয়না গড়ানো হয়। হলমার্ক দেখে চিনতে গেলে ২৪ ক্যারাটের জন্য দেখতে হবে '৯৯৯' লেখা আছে কিনা, আর ২২ ক্যারাটের ক্ষেত্রে লেখা থাকবে '৯৯৫' এই নম্বরটি। হলমার্ক সোনায় এই নম্বর অমিল থাকলে সেই সোনা জাল বুঝতে হবে।
সোনার দামে ওঠানামা
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। শুল্ক, করের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল-বদল হয়ে থাকে। আবার একেকটি রাজ্যে একেক রকম সোনার দাম চলে। ফলে সোনা কিনতে হলে সেদিনের সোনার দাম দেখে নিয়ে কিনতে হবে, সোনা বিক্রির ক্ষেত্রেও সেদিনের যা দর চলছে সেই অনুযায়ী সোনার দাম পাওয়া যাবে। সংস্থা অনুযায়ীও এই দামে প্রভেদ দেখা যায়।
আরও পড়ুন: Stock Market Holiday : এবার শনিবারও খোলা থাকবে শেয়ার বাজার, কেন জানেন ?