পুরুলিয়া : অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। ফোনে তার মেসেজও আসছে। অথচ অ্য়াকাউন্টের মালিক তার বিন্দুবিসর্গও জানেন না। পুরুলিয়ার (Purulia) সমবায় ব্যাঙ্কে (Co-operative Bank) এমনই অদ্ভুত কাণ্ড ঘটছে বলে অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। এনিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন মানবাজার-১ নং ব্লকের ভালুবাসা সমবায় ব্যাঙ্কের গ্রাহকরা।


কী বলছেন গ্রাহকরা ?


মেনকা মাহাতো নামে এক অভিযোগকারী বলেন, ফোনে আমরা মেসেজ পাচ্ছি। এত টাকা ঢুকছে, এত টাকা তুলেও নিচ্ছে। কিন্তু, আমরা কিছু জানতে পারছি না। অ্যাকাউন্টও আমাদের হাতে নেই। 


মানবাজার ১ নম্বর ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর দিব্যোন্দু দেওঘরিয়া বলেন, সাধারণ মানুষের উত্তেজনার ঘটনা ঘটেছে। আমাদের কো-অপারেটিভ সোসাইটি নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আমি এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে। সম্পূর্ণ বিষয়টা খতিয়ে না দেখলে পরিষ্কার হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, পুরো বিষয়টা তদন্ত করে যা যা পদক্ষেপ নেওয়ার সব নেওয়া হবে।


এদিকে বীরভূমের সিউড়ির ঘটনা নিয়েও শোরগোল পড়েছে। কারও নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তা তিনি নিজেই জানেন না। কারও সইয়ের সঙ্গে ব্যাঙ্কের নথির সই মেলেনি। আবার কোথাও মৃত ব্যক্তির নামেই রয়েছে অ্যাকাউন্ট। সিউড়ির সমবায় ব্যাঙ্কে যে ১৭৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই, তা নিয়ে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। এমনকী সিবিআইয়ের অনুমান, ওই অ্যাকাউন্টগুলির নথিতে যে হাতের লেখা রয়েছে, তাতে মনে হচ্ছে একজনই ওই নথিতে লিখেছে। তা নিয়ে আরও ভালভাবে বুঝতে হস্তলিপি বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।


সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সিবিআইয়ের দাবি, অ্যাকাউন্টগুলির মাধ্যমে ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। ১৬০টি অ্যাকাউন্টের মধ্যে শুধু ৫৪ টি অ্যাকাউন্টেই মিলেছে ৪ কোটি টাকার লেনদেনের হদিশ।  তদন্তকারী সংস্থার দাবি, বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডারই পেশায় চাষি। 


সিবিআই সূত্রে খবর, গরিব মানুষের কাছে অল্প দামে নগদে ধান কিনে চালকলে চাল করে খাদ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। বিক্রিমূল্য হিসেবে পাওয়া চেক এই সব বেনামি অ্যাকাউন্টে জমা করা হয়েছে। সিবিআইয়ের তলবে নিজাম প্য়ালেসে হাজির হয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার।


আরও পড়ুন ; সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে আজব কাণ্ড, গ্রাহকদের অজান্তেই ৬০ থেকে ৭০ লক্ষের লেনদেন