নয়াদিল্লি: বিপদের মুখে দাঁড়িয়ে দেবভূমি। উত্তরাখন্ডে জোশীমঠে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ভূমিধস।


দেবভূমি উত্তরাখণ্ডের জোশীমঠে ভূমিধস ক্রমশই বাড়ছে। শয়ে শয়ে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আরও বেশি করে ফাটলের ছবিও সামনে আসছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৬১ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬টি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরানো হয়েছে। উত্তরাখণ্ড সরকার বিশেষজ্ঞদের একটি দল তৈরি করেছে । সিংধর ও মারওয়াদি এলাকায় ফাটল প্রতি ঘণ্টায় বাড়ছে। যাঁদের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে, তাঁদের স্থানীয় পুরসভার ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। 


সরকারের আশ্বাস:
স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের বাড়িঘর ধসের জেরে ভেঙে গিয়েছে তাঁদের বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেই বাড়ি তাঁরা কবে পাবেন তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। 


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Geological Survey of India), ওয়াদিয়া ইন্সটিটিউট (Wadia Institute) এবং IIT রুরকির ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে তৈরি হয়েছে সেই দল।


কত বাড়িতে ফাটল:
এখনো পর্যন্ত প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে বলে খবর। ওই এলাকায় একের পর এক রাস্তাও বসে যাচ্ছে। বদ্রীনাথের কাছে জাতীয় সড়কেও ফাটল দেখা গিয়েছে। জোশীমঠ পুরসভার চেয়ারম্যান শৈলেন্দ্র পওয়ার বলেছেন, 'প্রতি ঘণ্টায় ফাটলের পরিমাণ বাড়়ছে যা রীতিমতো আশঙ্কার।'




সুরক্ষার কথা মাথায় রেখেই জোশীমঠ -আউলির রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। 


হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় জোশীমঠকে। আউলি, হেমকুণ্ড সাহিব থেকে শুরু করে আরও একাধিক পর্যটনস্থল, ট্রেকিং রুটে যাওয়ার জন্য জোশীমঠ হয়েই যেতে হয়। সেখানে এমন পরিস্তিতিতে পর্যটন ব্যবসায়ীরাও প্রবল আশঙ্কায়। স্থানীয়দের একটি অংশের দাবি, বেশ কিছুদিন ধরেই ভূমিধসের মতো সমস্যা হচ্ছে। এর আগেও উত্তরাখন্ডে একাধিক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধসের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়েছে এই রাজ্য। ফের আরও একবার বিপদের আশঙ্কা কাঁটা সকলেই।                                      


আরও পড়ুন: বরফে ঢাকা ট্রাম, ভিক্টোরিয়ার চূড়ায় তুষার! এ কেমন কলকাতা?