R G Kar Case Live Update : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ

RG Kar News Live Updates: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে মঙ্গলবার বিধানসভায় আসছে বিল। সোমবার ২ দিনের অধিবেশন।

ABP Ananda Last Updated: 31 Aug 2024 12:02 AM
RG Kar News Update: আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবা মিলবে এই নাম্বারে

আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079

RG Kar News Update: আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। 

RG Kar News Update: পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ

পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। 'শনিবার, দুপুর দুটোর মধ্যে তাঁকে জেল থেকে মুক্ত করতে হবে', নির্দেশ হাইকোর্টের বিচারপতির। এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবানে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। সায়ন লাহিড়ি কতটা প্রভাবশালী? তার কি অপরাধের কোনও পূর্ব ইতিহাস আছে?, প্রশ্ন কলকাতা হাইকোর্টের। সন্দীপ ঘোষ তো আর জি করের নেতা ছিলেন। তাঁকে কি হেফাজতে নিয়েছিলেন?, রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। 

RG Kar News Update: আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি। এই নিয়ে মোদিকে দ্বিতীয় চিঠি মমতার । মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার

RG Kar News Update: বিস্ফোরক পরমব্রত

এদিন পরমব্রত বলেন, আজকে যখন আমরা আরজিকর কাণ্ডের সমালোচনা বা প্রতিবাদ যখন করছি, তখন শাসকদল বলছে আমরা নাকি বিরোধী পক্ষ রাম-বাম-এর হয়ে কাজটা করছি। তো এই মেরুকরণটা যত এরা করতে থাকবেন, শাসকদলের মুখপাত্র করতে থাকবেন, ততই শাসকদল ও বিরোধী পক্ষের মধ্যে ফারাকটা মিটে যেতে থাকবে, বোঝা যাবে যে, রাজনীতিতে যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।'

Medinipur Medical : আরজিকর কাণ্ডের মধ্যেই মেদিনীপুর মেডিক্যালে 'দাদাগিরি'

আরজিকর কাণ্ডের মধ্যেই মেদিনীপুর মেডিক্যালে 'দাদাগিরি', অভিযুক্ত টিএমসিপি নেতার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। টিএমসিপি ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুরের মেদিনীপুর মেডিক্যালে ঢোকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার। গতকাল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে নিষেধাজ্ঞা, ২২ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার! 'মুস্তাফিজুর রহমান মল্লিক একজন হাউস স্টাফ, হাসপাতালে আসবেন'। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মন্তব্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের। 

RG Kar News Update: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও মিছিল

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও মিছিল। এবার পথে নামলেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরা। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে গোলপার্ক পর্যন্ত মৌন মিছিল শহরের ৪ স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের।

Kunal Ghosh: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কুণাল ঘোষের নিশানায় 'তৃণমূলপন্থী' সেলিব্রিটিরা!

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কুণাল ঘোষের নিশানায় 'তৃণমূলপন্থী' সেলিব্রিটিরা! 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' প্রশ্ন কুণালের

RG Kar News Update: রাজ্য মহিলা কমিশনে 'তালা লাগাও' কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার , বিস্ফোরক লকেট

রাজ্য মহিলা কমিশনে 'তালা লাগাও' কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। নিক্কো পার্কের কাছে লকেট ছট্টোপাধ্যায়কে আটকানোর অভিযোগ। এদনি লকেট বলেন, মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন।  

RG Kar Case : হাইকোর্টে সায়ন লাহিড়ির মামলার শুনানি শেষ, রায়দান সাময়িকভাবে স্থগিত

হাইকোর্টে সায়ন লাহিড়ির মামলার শুনানি শেষ, রায়দান সাময়িকভাবে স্থগিত । 'পুলিশ একটা এমন নিদর্শন দেখাক যেখান থেকে প্রমাণ হয় যে সায়ন লাহিড়ি পুলিশকে আহত করেছে বা আহত করার উদ্দেশ্য নিয়ে মিছিলে যোগদান করেছিল', সওয়াল সায়ন লাহিড়ির আইনজীবীর। পুলিশ কি এমন কোনও প্রমাণ দেখাতে পারবে যেটা থেকে এটা প্রতিষ্ঠিত হয় যে আমি কাউকে খুনের চেষ্টা করেছিলাম ?,  সওয়াল সায়ন লাহিড়ির আইনজীবীর। 
 

RG Kar News Update: ফের আর জি কর মেডিক্যালে সিবিআই

ফের আর জি কর মেডিক্যালে সিবিআই। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনাস্থল ঘুরে দেখল সিবিআইয়ের একটি দল। আর্থিক দুর্নীতির তদন্তে আর জি কর মেডিক্যালে সিবিআইয়ের আরেকটি দল। আর জি কর মেডিক্যালে সিবিআইয়ের ২টি টিম। 

RG Kar Case : রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার

রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। নিক্কো পার্কের কাছে লকেট ছট্টোপাধ্যায়কে আটকানোর অভিযোগ। 

RG Kar News : আর জি কর-কাণ্ডের আঁচ এবার কলকাতা পুরসভায়

আর জি কর-কাণ্ডের আঁচ এবার কলকাতা পুরসভায়। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পুরসভার অধিবেশন চলাকালীন বিক্ষোভ। 
পুর অধিবেশনে আর জি কর নিয়ে শোকপ্রস্তাব না থাকায় বিক্ষোভ। বিজেপি বিক্ষোভে কলকাতা পুরসভায় উত্তেজনা। 

RJ Kar Live : বিবেক জাগে শুধু বাংলায়, অরিজিৎ সিংহ-কেও নিশানা কুণালের

গায়ক অরিজিৎ সিংহ-কেও নিশানা কুণাল ঘোষের। আর জি কর-কাণ্ডে অরিজিতের গান নিয়ে আক্রমণ কুণালের। 'অরিজিৎ সিংহ অপূর্ব গায়ক, ছেলেটিও ভাল। ন্যায় বিচার চেয়ে গানটি যথার্থ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না'

Kunal Ghosh News : কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ

আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ। 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে,  কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...'

Mamata Banerjee News : আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি। এই নিয়ে মোদিকে দ্বিতীয় চিঠি মমতার । মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার

Mamata Banerjee News : আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি। এই নিয়ে মোদিকে দ্বিতীয় চিঠি মমতার । মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার

RG Kar Case : আজও CGO কমপ্লেক্সে সন্দীপ

ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও CGO কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন সকাল পৌনে এগারোটায় CGO কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ ঘোষ। CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৪তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। করানো হয়েছে পলিগ্রাফ টেস্ট। 

WB News Live : জলমগ্ন এলাকায় লাগাতার লোডশেডিং, কাউন্সিলরের বাড়ি ঘেরাও

জলমগ্ন এলাকায় লাগাতার লোডশেডিং। প্রতিবাদে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীদের। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় উত্তেজনা । 

WB News Live : জলমগ্ন ঘাটাল পুরসভার ৬টি ওয়ার্ড, দফায় দফায় বৃষ্টিতে দুর্ভোগ ঘাটালবাসীর

দফায় দফায় বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসীর। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পুরসভার ৬টি ওয়ার্ড। ১, ২, ৫, ৭, ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে ঢুকেছে শিলাবতী ও ঝুমি নদীর জল। প্লাবিত রাস্তাঘাট, একাধিক স্কুল ও খেলার মাঠ। জলমগ্ন সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়, শুকচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল, শুকচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়। 

WB News Live : আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল মালদায়

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল মালদায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এক হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live : মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের উপর দাদাগিরি, 'হুমকি' তৃণমূলপন্থী চিকিৎসক নেতার

এবার মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের উপর দাদাগিরি, তাঁদের হেনস্থা করা ও তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলপন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে অভিযোগের পাহাড় নিয়ে ক্ষোভে ফুঁসছেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা।

RG Kar Case : বিনীত গোয়েলকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন। দু'সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে।

RG Kar Case : বিক্ষোভ , মালদা মেডিক্যাল কলেজে জয়েন করতে পারলেন না অরুণাভ দত্ত চৌধুরী

ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে। মালদা মেডিক্যাল কলেজে জয়েন করতে পারলেন না আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আর জি কর থেকে আসা কাউকে তাঁরা জয়েন করতে দেবেন না। উনি রিপোর্ট করেছেন, জয়েন করার বিষয়টি দেখা হচ্ছে- জানিয়েছেন প্রিন্সিপাল।

RG Kar Case : রোজভ্যালি চিটফান্ডকাণ্ডে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু

রোজভ্যালি চিটফান্ডকাণ্ডে অবশেষে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লক্ষ তুলে দিল ইডি। 

RG Kar Case : জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ মেদিনীপুরে

আন্দোলন তুলতে এবার জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ। মেদিনীপুর মেডিক্যালে টিএমসিপির চিকিৎসক নেতার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে নালিশ

RG Kar Case : সবুজ রঙের চাদর থাকার পরিবারের দাবি খারিজ পুলিশের

কোন রঙের চাদরে ছিল নিহত চিকিৎসকের দেহে? সবুজ রঙের চাদর থাকার পরিবারের দাবি পুলিশ খারিজ করলেও রইল রহস্য। লাল রঙের চাদর বাজেয়াপ্তের দাবি। 

প্রেক্ষাপট


  • 'ডাক্তার-পড়ুয়াদের আন্দোলনে পুরোপুরি সমর্থন রয়েছে। তাঁদের আন্দোলন যুক্তিসঙ্গত।' নিজের বক্তব্য়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার এমনই ব্য়াখ্য়া দিলেন মুখ্য়মন্ত্রী। বুধবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বার্তায় আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে ‘প্রচ্ছন্ন হুমকি’র অভিযোগ তোলে বিরোধী ও আন্দোলনরত পড়ুয়াদের একাংশ। গতকাল সেই মন্তব্য়ের ব্য়াখ্য়া দিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, ডাক্তার-পড়ুয়াদের আন্দোলনের বিরুদ্ধে তিনি একটা শব্দও বলেননি। হুঁশিয়ারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

  • আর্থিক দুর্নীতির তদন্তে এবার আর জি কর মেডিক্যালের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই। ফরেন্সিক বিভাগের প্রধান ও নবনিযুক্ত সুপারের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্দীপ ঘোষকেও ফের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীরা। 

  • নবান্ন অভিযানের দিন ইটের আঘাতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন কলকাতা পুলিশের সার্জেন্ট। সেই ঘটনায় এক বিজেপি নেত্রী-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে কালীঘাট ঘেরাওয়ের ডাক দেওয়ায়, গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.