কলকাতা : আর জি কর-কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গতবছরের ১৪ অগাস্ট। তারপর একের পর এক গণপ্রতিবাদের বেনজির ছবির সাক্ষী হয়েছে গোটা দেশ। RG কর-কাণ্ডের একবছর পূর্ণ হবে ৯ অগাস্ট। ধর্ষণ-খুনের প্রতিবাদে ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ইতিমধ্যেই দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ওই অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা পোস্ট করলেন, 'ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তাঁর মৃত্যুর জন্য প্রধান দায়ী, অভয়ার মা-বাবাকে এত ভয় পেয়েছেন যে, নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন! অভয়ার মা-বাবা ওঁদের কৃতী সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় অধ্যায়ের এক বছর পর, নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব তলব করতে ওঁর পাহাড়প্রমাণ ব্যর্থতার জন্য, কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রামে প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া! কিন্তু চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীল বাড়ির ১৪ তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওঁর অবর্তমানে, তাই সারা রাজ্যের পুলিশকে কীভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ার শিবপুরের পুলিশ লাইনে!'
৯ অগাস্ট 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এ অংশ নেবেন নিহত চিকিৎসকের মা-বাবা। এই অভিযানে দলীয় পতাকা ছাড়া থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা। কিন্তু যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই এই নবান্ন অভিযানে না থাকার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট। কিন্তু ওইদিন অর্থাৎ ৯ অগাস্ট 'কালীঘাট চলো'র ডাক দিয়েছে 'অভয়া মঞ্চ'। তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।