রাজ্য়ে সরকারি চিকিৎসক মহলে সন্দীপ ঘোষ বেশ প্রভাবশালী বলেই পরিচিত । অনেকেই বলে থাকেন, ভূমিকম্প হলেও তাঁর চেয়ার নাড়ানো অসম্ভব। এতটাই শক্ত খুঁটি । 


২০২১ সালে প্রথমবার আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন সন্দীপ ঘোষ।  ২০২৩ সালের ৩১ মে, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে বদলি করে স্বাস্থ্যভবন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়, উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে। কিন্তু, শোনা যায় সন্দীপ ঘোষ অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে যাওয়ায়, নতুন অধ্য়ক্ষ এসেও দায়িত্ব নিতে পারেননি। এরই মধ্যে নাটকীয়ভাবে সেদিন দুপুরেই স্বাস্থ্যভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বদল হচ্ছে না। ওই পদে থাকবেন সন্দীপ ঘোষই।  এর মাস তিনেকের মধ্যে, গতবছর সেপ্টেম্বরে অধ্যক্ষ বদলি ঘিরে ফের চাপানউতোর তৈরি হয় আরজি কর মেডিক্যাল কলেজে। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে, অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়।  তাঁর জায়গায় অধ্যক্ষ পদে বসানো হয় বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে। কিন্তু এবারও মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁকে ফের আর জি কর মেডিক্য়াল কলেজে ফেরানো হয়। আর এবার সেই সন্দীপ ঘোষ এতবড় বিতর্কের পর সকালে আর জি কর মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ পদ থেকে ইস্তফা দিলেন। বিকেলে তাঁকে কলকাতার আরেক বড় মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ পদে বসিয়ে দিল সরকার ।


তাৎপর্যপূর্ণভাবে এবারও আরজি কর মেডিক্যালের পদত্যাগী অধ্যক্ষের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সন্দীপ সোমবারই পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী বলেন, ' প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। বলছিলেন আমার বাড়িতেও তো বাচ্চারা আছে। যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে। তা আমরা তাঁকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না। আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়।' 


এখানেই প্রশ্ন উঠতে শুরু করে, কোন কারণে বারবার বদলি হলেও পুরনো পদে ফিরে এসেছেন সন্দীপ ঘোষ? পিছনে কি কাজ করেছে কোনও বড় প্রভাব? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


 আরও পড়ুন :


রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড়  ন্যাশনাল মেডিক্যাল, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?