উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। আর জি করে (R G Kar Protest) নতুন করে উত্তেজনা। আর এবার প্রমাণ লোপাটের অভিযোগে। ভিতরে ঢুকল এসএফআই।  


নতুন করে উত্তেজনা: গত ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ের চার তলায় সেমিনার রুমে চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই সেমিনার রুমের উল্টোদিকে বিশ্রামকক্ষ তৈরির কাজ শুরু হয়েছে। সেমিনার হলের ঠিক উল্টোদিকে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। বিশ্রামের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের আশঙ্কা তথ্য প্রমাণ লোপাট হতে পারে। একই অভিযোগ তুলে এদিন আর জি কর চত্বরে বিক্ষোভ দেখায় SFI এবং DYFI। এবিষয়ে নতুন অধ্যক্ষ সুহৃিতা পাল জানান, 'পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ কাজ করতে দিলে হবে, না হলে কাজ বন্ধ।'


মঙ্গলবার সন্ধেয় হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিয়ের চারতলায় রয়েছে চেষ্ট মেডিসিন বিভাগ। গেট দিয়ে ঢুকে বাঁ-দিকে প্রথমেই রয়েছে একটি স্টোর রুম। তারপর একে একে মেল ও ফিমেল ওয়ার্ড। অন্যদিকে গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে সেমিনার হল, এই সেমিনার হলই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ, এখানেই মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিবিআই তদন্ত শুরুও করতে পারেনি। সেমিনার হলের ঠিক উল্টোদিকের ঘর ভেঙে কাজ শুরু হওয়ায়, প্রশ্ন উঠছে। ঘটনা জানাজানি হতেই, এদিন সন্ধেয় আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। আন্দোলনকারীদের দাবি, "আমরা খবর পাচ্ছি ঘর ভাঙার কথা হচ্ছে। এইভাবে প্রমাণ লোপাট করা যাবে না। সিবিআই কী করবে যদি প্রমাণ না থাকে। সেমিনার রুম আমাদের নেতারা দেখতে যাবে। যদি ভাঙা হয়ে থাকে তাহলে কপালে দুঃখ আছে।''                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের