ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: রাজ্য়পাল নিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূলের ছাত্র এবং অধ্য়াপক সংগঠন। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্য়ায়কে রবীন্দ্রভীরতীর উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সোমবার তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকুপা। পাল্টা বিশ্ববিদ্য়ালয়ের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন উপাচার্য।  


সোমবার স্লোগান-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাস চত্বর। ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে প্ল্য়াকার্ড হাতে, একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপার সদস্য়রা। কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তাঁর বিরুদ্ধেই বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র এবং অধ্য়াপক সংগঠন। তারা দাবি করে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্য়ায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বিশ্ববিদ্য়ালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের TMCP সদস্যের অভিযোগ, "উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন। মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে। ছাত্রছাত্রীদের বাজে ভাষায় অপমান করেছেন। অস্থায়ী উপাচার্যকে মানব না। স্থায়ী উপাচার্য চাই।''

 তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে ক্য়াম্পাসের বাইরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ভিতরে ঢুকতে চাইলে, ভিতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। যদিও এদিন ক্য়াম্পাসে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্য়ায়। তবে বিক্ষোভের জবাবে চাঞ্চল্য়কর দাবি করেছেন তিনি। শুভ্রকমল মুখোপাধ্য়ায় বলেন, "আমি তো চলে যেতে পারলে বাঁচি। এটা বিশ্ববিদ্য়ালয়ের সুস্থ পরিবেশ! আমার কাজ অনেকের পছন্দ হয় না। শিক্ষামন্ত্রীর নাকি বলেছে বিক্ষোভ দেখাতে। আমি খুব দুঃখ পেয়েছি। আমার মেয়াদ কতটা সেটা ওরা জানবে কী করে? আমাকে রাজ্য়পাল নির্দেশ দিয়েছিল। আমি কাজ করছি। সেই মতো। নতুন উপাচার্য নিয়োগ হচ্ছে কোথায়?'' 


এদিতে চলতি মাসেই স্থায়ী উপাচার্য পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই পদে নিয়োগ করা হয়েছে প্রবীরকুমার ঘোষকে। তিনি ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর এবং প্রাক্তন উপাচার্য। ২০১৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে মাসে তাঁর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়। তার পর থেকে আর স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। এবার প্রবীরকুমার ঘোষকে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। যিনি এই বিশ্ববিদ্য়ালয়ের ভিজিটর।