ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব (Radiological Interventional Cath Lab)। হাসপাতাল কর্তৃপক্ষ নোটিস দিয়ে ক্যাথ ল্যাব বন্ধের কথা জানিয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন বহু রোগী। মেশিন রক্ষণাবেক্ষণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণেই এই পরিস্থিতি।
মেশিন রক্ষণাবেক্ষণের চুক্তির মেয়াদ ফুরিয়েছে। ১৫ দিন ধরে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালের রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব। হাসপাতাল সূত্রে খবর, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত, আরও মাসদুয়েক এই ক্যাথ ল্যাব বন্ধ থাকতে পারে। ক্যাথ ল্যাব বন্ধ থাকায় টিউবের মাধ্যমে শরীর বা মস্তিষ্কের ভিতরে ক্যামেরা পাঠিয়ে রোগ নির্ণয়ের সুযোগ সাময়িক বন্ধ। এর ফলে ক্যান্সার আক্রান্ত-সহ বিভিন্ন রোগীরা সমস্যায় পড়েছেন।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে রয়েছে এই রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব (Radiological Interventional Cath Lab)। কোভিড (Covid19) রোগীদের চিকিত্সার কারণে এই বিল্ডিংয়ে ২০২০-র মাঝামাঝি থেকে দীর্ঘদিন ক্যাথ ল্যাব বন্ধ ছিল। এ বছর ফেব্রুয়ারি নাগাদ তা খোলার পর, এবার ফের বন্ধ হয়ে গেল। নতুন চুক্তি করতে সময় লাগবে। সেই প্রক্রিয়া সবে শুরু হয়েছে। ফলে আরও মাস দুয়েক বন্ধ থাকাবে ক্যাথ ল্যাব। মেডিক্যাল কলেজের হাসপাতালের অধ্যক্ষ রঘুনাথ মিশ্র বলেন, “আরও সংস্কার করা হচ্ছে। এরপর আরও বেশি সংখ্যায় পরীক্ষা করা যাবে। ফাইল স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। ক্যাথ ল্যাব খুলতে মাসখানেক লেগে যাবে।'' হাসপাতাল সূত্রে খবর, ক্যাথ ল্যাবের মেশিনের রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি রয়েছে। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইতিমধ্যে চুক্তি নবীকরণের প্রক্রিয়া শুরু হলেও তা সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপরই খুলবে ক্যাথ ল্যাব।
আরও পড়ুন: Diabetes Eye Problems : এই উপসর্গগুলি অবহেলা করলে ডায়াবেটিস কাড়তে পারে দৃষ্টিশক্তিও