নয়া দিল্লি: ওড়িশার খুরদায় ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দিলেন চিল্কার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক। গাড়ির চাকায় পিষ্ট হয়েছেন ২২ জন। উত্তেজিত জনতার পাল্টা মারে গুরুতর আহত সাসপেন্ডেড বিজেডি বিধায়কও। 


ভিড়ের মধ্যেই ছুটল সাসপেন্ডেড বিজেডি বিধায়কের বেপরোয়া গাড়ি। মুহুর্তে ছিটকে পড়লেন ২০-২২ জন।  ইটের আঘাতে ভেঙে দেওয়া হল গাড়ির পিছনের কাচ। কাচময় গাড়িতে তখনও চালকের আসনে বসে ওড়িশার চিল্কার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক।  তাঁকে মাটিতে ফেলে চলল বেধড়ক মারধর। রক্তারক্তি কাণ্ড, ইটের আঘাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হল গাড়ির কাচ। 


 


উইন্ডস্ক্রিনে ক্রমাগত লাঠির আঘাত মারতে থাকেন ক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় গাড়ির দরজাও। এরপর উল্টে দেওয়া হল গাড়ি। ধুন্ধুমারকাণ্ড ওড়িশার খুরদায়। পুলিশ সূত্রে খবর, শনিবার খুড়দায় বার্নপুর ব্লক প্রধান পদে নির্বাচন ছিল। তাতে অংশ নিতেই সেখানে ভিড় জমান কর্মীরা। সেই ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দেন ওড়িশার চিলকার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক প্রশান্ত কুমার জগদেব। গাড়ির চাকায় পিষ্ট হন মহিলা-সহ ২২ জন। আহতদের মধ্যে রয়েছেন ৭ পুলিশকর্মীও।


 


ক্ষুব্ধ জনতার মারে গুরুতর আহত হন সাসপেন্ডেড বিজেডি বিধায়কও। সূত্রের খবর, গত বছরের সেপ্টেম্বরে এক দলীয় কর্মীকে মারধরের অভিযোগে হাজতবাস হয় প্রশান্ত কুমার জগদেবের। এরপরই সাসপেন্ড করা হয় তাঁকে। ঘটনায় একটি ভিডিও পোস্ট করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ট্যুইটারে লিখেছেন, এই মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে, বিজেডি বিধায়ক প্রশান্ত জগদেব মদ্যপ অবস্থায় ভিড়ের মধ্যে গাড়িতে ধাক্কা দিচ্ছেন। এ ধরনের অপরাধ ও গুন্ডামি গ্রহণযোগ্য নয়। আমরা প্রশান্ত জগদেবের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


গত বছর লখিমপুর খেরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলের গাড়ির ধাক্কায় ৪ কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে লখিমপুর খেরি।