কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ফের র্যাগিংয়ের (Ragging) অভিযোগ। হস্টেলে নয়, এবার বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে র্যাগিংয়ের অভিযোগ উঠল। পদক্ষেপ না করায় ইস্তফার হুঁশিয়ারি দিলেন অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে চিঠি দিয়েছেন তিনি।
ফের র্যাগিংয়ের অভিযোগ: কয়েক মাস আগে র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। ঘটনায় প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয় ১৩ জনকে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের র্যাগিংয়ের (Ragging) অভিযোগ যাদবপুরে। ঘটনায় ক্ষুব্ধ অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। ইতিমধ্যেই উপাচার্যকে চিঠি দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, 'র্যাগিং নিয়ে কেন বৈঠক ডাকা হচ্ছে না? তাহলে আমার থাকার দরকার কী?' এখনও প্রতিক্রিয়া মেলেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর মারফত ১৩ অক্টোবর দুটো অভিযোগ আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্য়াপকই অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে তিনি চিঠিতে লিখেছেন এই অভিযোগের ভিত্তিতে মিটিং ডাকার কথা বলেছেন। কিন্তু মিটিং ডাকা হচ্ছে না। সূত্রের খবর, ঘটনা পুরনো হলেও নতুন করে অভিযোগ জানানো হয়েছে। যদিও বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য এবিষয়ে কোনও মন্তব্য করতে যাননি।
গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। নেপথ্যে ওঠে জঘন্যতম র্যাগিং-এর অভিযোগ ।এরপর থেকে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছে র্যাগিং ও তারওপর নজরদারি নিয়ে। এর আগে ব়্যাগিংয়ের অভিযোগে সরব হয়েছেন খোদ অন্তবর্তী উপাচার্য। গত মাসে অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “তদন্ত চাই। আমি তো নিজে র্যাগিং-এর শিকার। মনে হচ্ছে চক্রান্ত, পিছনে পাকা মাথা।’’
বহু টালবাহানার পর সেই প্রক্রিয়াই গতমাসে শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মোট ২৯টি ক্য়ামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারমধ্য়ে ৬টি ANPR বা Automatic Number Plate Recognition ক্যামেরা। যা দিয়ে গাড়ির নম্বর প্লেটের স্টিল ছবি তোলা হবে। ২১টি বুলেট ক্য়ামেরায় বিশ্ববিদ্য়ালয়ে ঢোকা বেরোনোর ভিডিও রেকর্ডিং হবে। সার্ভার রুমে থাকবে ২টি ডোম ক্য়ামেরা। বিশ্ববিদ্য়ালয় সূত্রে জানা যায়, যে ক্য়ামেরাগুলি বসানো হচ্ছে, প্রায় সবক'টিই রাতে ছবি তুলতে সমর্থ।
আরও পড়ুন: Ration Scam: রেশন 'দুর্নীতি'তে ধৃত বাকিবুর রহমানের ১২দিনের ইডি হেফাজত