সত্যজিৎ বৈদ্য, কলকাতা: যাদবপুরকাণ্ডে (Jadavpur University) রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি ক্যারাটে (Karate) প্রশিক্ষণ কেন্দ্রে।


ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়রের বিরুদ্ধেই অকথ্য নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের কাছে জানানো হল নালিশ। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মে মাসের শেষ সপ্তাহে। ওই সময় বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে ভিনরাজ্যে গ্রীষ্মকালীন শিবির চলছিল।                        


অভিযোগ, শিবির চলাকালীন একটি হোটেলের ঘরে জুনিয়র শিক্ষার্থীদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালান এক সিনিয়র। হোটেলের ঘরে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন অংশে ট্যাটু আঁকতে বাধ্য করেন ওই সিনিয়র, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের একাংশের।


ঘটনার জেরে মাস তিনেক ট্রমার মধ্যে কাটান আতঙ্কিত শিক্ষার্থীরা। সূত্রের খবর, পরে সমস্ত ঘটনার কথা পরিবারের কাছে খুলে বললে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতদের অভিভাবকরা।             


প্রকাশ্যে আসে র‍্যাগিংয়ের ভিডিওটিও। আতঙ্কিত শিক্ষার্থীদের হয়ে পুলিশে লিখিত অভিযোগ করেন ক্যারাটে প্রশিক্ষকও। প্রশিক্ষণ শিবির থেকে বহিষ্কার করা হয় অভিযুক্তকে সিনিয়রকে।


যদিও যে সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ, এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে নেমে নির্যাতিতদের মেডিক্যাল টেস্ট করেছে পুলিশ। যদিও অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি।                                                                                      


আরও পড়ুন, নিছক দুর্ঘটনা নয়, দত্তপুকুরে গিয়ে বিস্ফোরণ নিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল


এদিকে, র‍্যাগিং রুখতে এবার রাজ্য়ের বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে ইসরোর প্রযুক্তিগত সহায়তা নেওয়ার উদ্য়োগ নেওয়া হচ্ছে। রাজভবন সূত্রে খবর, আজ রাজ্যপাল ও রাজ্য়ের সমস্ত সরকারি বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোস ইসরোর চেয়ারম্য়ান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেন। চন্দ্রযান-৩ এর সাফল্যে অভিনন্দন জানানোর পাশাপাশি এরাজ্য়ে বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে কীভাবে প্রযুক্তির সাহায্য়ে র‍্যাগিং রোখা যায়, তা নিয়ে কথা হয়। রাজভবন সূত্রে জানানো হয়েছে, ইসরো এই ব্যাপারে প্রযুক্তিগত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, রাজ্যপাল হায়দরাবাদের একটি সংস্থার সঙ্গে কথা বলেছেন, বলে জানা গেছে।