মুম্বই: দু’চাকা হলেও, মধ্যবিত্তের গাড়ি চড়ার স্বপ্নপূরণ তাঁর হাত ধরেই। মুক্ত অর্থনীতির স্বপ্নও তিনিই প্রথম বুনেছিলেন। শিল্পগোষ্ঠী বাজাজ-এর (Bajaj Group) কর্ণধার সেই রাহুল বাজাজ প্রয়াত (Rahul Bajaj Passes Away)। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পজগৎ-সহ সর্বত্রই। রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।
শনিবার বিকেলে পরিবার-পরিজনদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল বাজাজ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যা ছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এ দিন রাহুল বাজাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। টুইটারে মমতা লেখেন, ‘প্রবাদপ্রতিম শিল্পপতি রাহুল বাজাজ আর নেই জেনে মর্মাহত। ভারতীয় অর্থনীতিতে ওঁর অনন্য অবদান। বিরাট উত্তরাধিকার ছেড়ে গেলেন উনি। ওঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই।”
বাংলার শিল্পমন্ত্রী ফিরহাদ হাকিমও প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘দেশের স্বনামধনম্য শিল্পপতির প্রয়াণে দেশের কাছে আজকের দিনটি অত্যন্ত দুঃখের। উনি হয়ত আমাদের মধ্যে আর নেই। কিন্তু আমাদের মনে চিরকাল থেকে যাবেন। দেশের অর্থনীতিকে পূর্ণতা দেওয়ার পিছনে ওঁর বিরাট অবদান রয়েছে।’
১৯৩৮ সালের ১০ জুন জন্ম রাহুল বাজাজের। বিগত ৪০ বছর ধরে বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। গত বছর এপ্রিলে ওই পদ থেকে ইস্তফা দেন। মৃত্যুর আগে পর্যন্ত সংস্থার চেয়ারম্যান এমিরেটাস ছিলেন তিনি। ভারত সরকার তাঁকে 'পদ্মভূষণ' সম্মানে সম্মানিত করেছে। এ ছাড়াও রাজ্যসভার সাংসদও ছিলেন রাহুল বাজাজ।