ABP Ananda - Bengali News ABP Ananda - Bengali News ABP Ananda - Bengali News
ABP  WhatsApp
✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Follow us :

  • হোম
  • ফটো গ্যালারি
  • ভারত
  • Rahul Bajaj Death: ১২ বছর বয়সেই শিল্পপতি হওয়ার স্বপ্ন, আগাগোড়াই ভয়ডরহীন ছিলেন ‘হমারা বাজাজ’-এর স্রষ্টা রাহুল বাজাজ

Rahul Bajaj Death: ১২ বছর বয়সেই শিল্পপতি হওয়ার স্বপ্ন, আগাগোড়াই ভয়ডরহীন ছিলেন ‘হমারা বাজাজ’-এর স্রষ্টা রাহুল বাজাজ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 12 Feb 2022 07:32 PM (IST)
Rahul Bajaj Death: ১২ বছর বয়সেই শিল্পপতি হওয়ার স্বপ্ন, আগাগোড়াই ভয়ডরহীন ছিলেন ‘হমারা বাজাজ’-এর স্রষ্টা রাহুল বাজাজ
1

জন্মসূত্রেই শিল্পজগতের সঙ্গে পরিচয় তাঁর। শৈশবেই তাই নিজের পেশা ঠিক করে ফেলেছিলেন তিনি। তবে ব্যবসায়িক মুনাফার জন্য আদর্শের সঙ্গে কখনও আপস করেননি শিল্পপতি রাহুল বাজাজ।

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Rahul Bajaj Death: ১২ বছর বয়সেই শিল্পপতি হওয়ার স্বপ্ন, আগাগোড়াই ভয়ডরহীন ছিলেন ‘হমারা বাজাজ’-এর স্রষ্টা রাহুল বাজাজ
2

তাই ব্যবসায়িক স্বার্থকে সরিয়ে রেখে, দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুড়ে দিতে পেরেছিলেন ক্ষমতাসীন সরকারকে। তাঁর সেই সাহসকে কুর্ণিশ জানিয়েছিল নেটদুনিয়া।

Rahul Bajaj Death: ১২ বছর বয়সেই শিল্পপতি হওয়ার স্বপ্ন, আগাগোড়াই ভয়ডরহীন ছিলেন ‘হমারা বাজাজ’-এর স্রষ্টা রাহুল বাজাজ
3

স্বাধীনতা সংগ্রামী তথা শিল্পপতি জমনালাল বাজাজের পৌত্র রাহুল বাজাজ। ১৯৩৮ সালের ১০ জুন ব্রিটিশ শাসনাধীন ভারতে জন্ম তাঁর। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চশিক্ষা।

4

হার্ভার্ডে থাকাকালীনই মুক্ত অর্থনীতির পক্ষে সওয়াল করেছিলেন রাহুল বাজাজ। এক সাক্ষাৎকারে জানান, ১২ বছর বয়স থেকেই ব্যবসায়ী হতে চেয়েছিলেন তিনি।

5

১৯৬৫ সালে বাজাজ গ্রুপের দায়িত্ব হাতে পান রাহুল বাজাজ। মধ্যবিত্তের জীবনে দু’চাকার জনপ্রিয়তার নেপথ্যে ছিলেন তিনিই। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন।

6

প্রায় ৪০ বছর ধরে বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলান রাহুল বাজাজ। ২০২১ সালের এপ্রিলে ওই পদ থেকে ইস্তফা দেন। তবে সংস্থার চেয়ারম্যান এমিরেটাস ছিলেন মৃত্যুর আগে পর্যন্ত।

7

২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চোখে চোখ রেখে দেশের আতঙ্কের পরিবেশ চলছে বলে অভিযোগ করেন রাহুল বাজাজ। অভিযোগ করেন, ইউপিএ আমলে সরকারের সমালোচনা করার আগে দু’বার ভাবতে হত না। কিন্তু নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশে এতটাই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে, ক্ষমতাশালীরাও সরকারের সমালোচনা করতে ভয় পান।

8

সরকারের সমালোচনা করতে গিয়ে ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনও প্রয়োজন নেই বলে তাঁকে জানান অমিত শাহ। কিন্তু রাহুল বাজাজ জানান, সমালোচনা করলে সরকার যে সেটা ভাল ভাবে নেবে না, সকলেই সেটা জানেন।

9

অমিত শাহ এবং রাহুল বাজাজের এই কথোপকথনের ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কেন্দ্রীয় মন্ত্রীর সামনে শিল্পপতির এমন ভয়ডরহীন মন্তব্যকে সাধুবাদ জানান সকলেই।

10

২০২২-এর ১২ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের পুণেয় মৃত্যু হল রাহুল বাজাজের। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। ছিল হৃদযন্ত্রের সমস্যাও। ২০০১ সালে রাহুল বাজাজকে ‘পদ্মভূষণ’-এ সম্মানিত করে ভারত সরকার।

NEXT PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.