সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Raiganj Government Medical College and Hospital) উঠল র্যাগিং অভিযোগ। MBBS-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ফের উঠল র্যাগিং অভিযোগ: যাদবপুরের পর এবার রায়গঞ্জ। ফের র্যাগিংয়ের অভিযোগ রাজ্যে। মারাত্মক এই অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিক্য়াল কলেজের হস্টেলে। MBBS-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ওপর শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, শুধু শারীরিক-মানসিক নিগ্রহই নয়, ক্রমাগত হুমকি দিচ্ছেন সিনিয়র পড়ুয়ারা। সেই সঙ্গে মারধর, অভব্য় আচরণ, গালাগালি, কটুক্তি তো আছেই। অভিযোগকারী ওই পড়ুয়া জানিয়েছেন, সিনিয়ররা তাঁকে বেধরক মারধর করে। তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরে জল ঢেলে তাঁকে সুস্থ করে আবার নির্যাতন করা হয়। তাঁদের আবার মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে আতঙ্কিত ওই মেডিক্যাল পড়ুয়া। নিরাপত্তার দাবি জানিয়েছেন। ওই পড়ুয়া বলেন, “ঘটনার আতঙ্কে হোস্টেলে থাকতে পারছি না। কুমন্তব্য করা হচ্ছে।’’ অভিযোগ অস্বীকার সিনিয়র পড়ুয়াদের। পাল্টা অভিযোগকারী ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে কলেজে নেশা করা সহ কলেজের পঠন-পাঠনের পরিবেশ নষ্টের অভিযোগ এনেছেন এক অভিযুক্ত পড়ুয়া।
খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “প্রিন্সিপাল ছুটিতে। আমি তাই দায়িত্বে আছি।একটি অভিযোগ পত্র পেয়েছি। আমরা নিয়ম অনুযায়ী যা করার করব। কড়া নিয়ম আছে। ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিল আছে। অ্যান্টি র্যাগিং সেল আছে। যা ব্য়বস্থা নেওয়ার নেব। বিষয়টি মেটানোর জন্য়, কলেজের সিনিয়র-জুনিয়র দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন, রায়গঞ্জ হাসপাতালের রোগী কল্য়াণ সমিতির ভাইস চেয়ারম্য়ান, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্য়াণী। তিনি বলেন, “২০-২৫ জন ছাত্র ছাত্রী এসেছে। অভিযোগ জানিয়েছে। সিনিয়ররা বিশেষ করে থার্ড ইয়ারের। র্যাগিং করে। আমি এখনই এসপিকে জানিয়েছি।’’
কয়েক মাস আগে র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। ঘটনায় প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয় ১৩ জনকে। গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। নেপথ্যে ওঠে জঘন্যতম র্যাগিং-এর অভিযোগ। এরপর থেকে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছে র্যাগিং ও তার ওপর নজরদারি নিয়ে। আর এবার মেডিক্যাল কলেজে উঠল র্যাগিংয়ের অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'রাজ্যের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র' ফের সরব মুখ্যমন্ত্রী