সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: ন্যায্যমূল্যের দোকানে (Fair Price Shop) অমিল অধিকাংশ ওষুধ (Medicine)। বাইরে থেকে ওষুধ কিনতে গুনতে হচ্ছে বেশি টাকা। অভিযোগ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে (Raigunj Govt Medical College) আসা রোগীর আত্মীয়দের একাংশের। অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রোগীকল্যাণ সমিতি।                   


হাসপাতালের ন্যায্যমূল্যের দোকানে অধিকাংশ ওষুধ মিলছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দাম দিয়ে ওষুধ কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। দুর্ভোগের এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।                      


রোগীর পরিজনদের অভিযোগ, বহির্বিভাগ হোক বা ওয়ার্ড, রোগীদের দেখার পর চিকিৎসকরা যে ওষুধ লিখে দিচ্ছেন, তার সিংহভাগই পাওয়া যাচ্ছে না হাসপাতালের ন্যায্যমূল্যের দোকানে। যদিও এই অভিযোগ মানতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতালের রোগীকল্যাণ সমিতি।                                  


আরও পড়ুন, করোনাকালে রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ


রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজের সহকারী সুপার অভীক মাইতি বলেন, "প্রয়োজনীয় সমস্ত ওষুধই নায্যমূল্যের ওষুধের দোকানে পাওয়া যায়। চিকিৎসকেরা কিছু ওষুধ লিখেন তা অনেক সময় পাওয়া যায় না। তখন আমরা বাইরে থেকে কিনতে বলি। তবে শিশু এবং মায়েদের ক্ষেত্রে বিল দিলে পরে তা হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয়।"                    


রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, "হাসপাতালে যাতে সমস্ত রোগী প্রয়োজনীয় ওষুধপত্র নায্যমূল্যের দোকান থেকে পান তা খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হবে।" হাসপাতালের ন্যায্যমূল্যের দোকানে অনেক কম দামে মেলে ওষুধ। কিন্তু সেখানে অধিকাংশ ওষুধ না পাওয়ায়ো দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও রোগীদের পরিবারের।