হংসরাজ সিংহ, আদ্রা: কোনও ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে কী ভাবে উদ্ধারকাজ (Train Accident Resuce Mock Drill) করতে হবে, সেই নিয়ে মহড়ার আয়োজন করল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে (Adra Rail Yard)। এমন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধারকাজ যাতে আরও সহজ ভাবে করা যায়, সেই জন্যই মহড়া। শুক্রবার এই মহড়ায় উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও।


বিশদ...  
শুক্রবার এন.ডি.আর.এফ-এর গ্রুপ কমান্ড্যান্ট অরবিন্দ কুমারের নেতৃত্বে দলের একাধিক সদস্য-সহ আরপিএফ এবং জিআরপি-র পাশাপাশি রেল আধিকারিক ও কর্মচারীরাও এই মহড়ায় সামিল হয়েছিলেন। কী ভাবে উদ্ধারকাজে হাত লাগাতে হবে, একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় তাঁদের। মহড়ায় দেখা যায়, যাত্রীবোঝাই ট্রেনের একটি কামরার উপর অন্য একটি কামরা চেপে গিয়েছে, আহত-নিহতের সংখ্যা একাধিক। প্রায় দু'ঘণ্টা ধরে উদ্ধার কাজের মহড়া চলে। দমকল থেকে অ্যাম্বুল্য়ান্স, স্বাস্থ্য বিভাগের কর্মীদেরও উপস্থিত থাকতে দেখা যায় ঘটনাস্থলে। হাজির হন আদ্রার ডিআরএম-সহ উচ্চপদস্থ রেলের আধিকারিকরা। তবে মহড়ার মাঝেই ১ জন রেল কর্মী জখমও হন বলে খবর। গত বছর এই জুন মাসেই, ওড়িশার বালেশ্বরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩০০-র কাছাকাছি মানুষের। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর রাতেও জারি থাকে উদ্ধারকাজ। সেবার বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের লাইনচ্য়ুত দুটি কামরায় ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা। কয়েকটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের মালগাড়ির ওপর। সেই স্মৃতির বহু দিন পর্যন্ত তাড়া করে বেরিয়েছে রেল-পরিষেবার সঙ্গে জড়িত আধিকারিকদের। 


আর যা যা...
বালেশ্বরের ঘটনার পরও গত বছরের অক্টোবর মাসে, অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে দুটি প্যাসেঞ্জার ট্রেনের ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাতে লাইনচ্যুত হয়ে যায় ট্রেন, উল্টে যায় বেশ কয়েকটি বগি। প্রথম ধাক্কাতেই অন্তত ৬ জনের মৃত্যুর খবর উঠে আসে। জানা যায়, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। ওভারহেড তারে কোনও সমস্যার জন্য সেটি দাঁড়িয়ে যায়। সেইসময়েই দ্রুতগতিতে আসা পালাসা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মারে। তাতেই বেলাইন হয় বেশ কয়েকটি বগি।এর পর, গত ফেব্রুয়ারিতে ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ট্রেন। কালঝরিয়া রেল স্টেশনের বেশ কয়েকজনকে চাপা দেয় ট্রেনটি। দুর্ঘটনায় অন্তত  ১০-১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। 


আরও পড়ুন:দুর্যোগের আঁধার উত্তরে, তিস্তা নদীতে হলুদ সতর্কতা, বন্ধ কালিম্পংয়ে জাতীয় সড়ক