কলকাতা: সোমবার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই বেশ অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আজ, বৃহস্পতিবার ও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম,পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বীরভূমের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে স্বস্তির খবর একটাই যে, আজ থেকে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কিছু কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে চার জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে।
শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দুই জেলাতে। নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে।
কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। সকালের দিকটা পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায়। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৮৫ শতাংশ।
তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজস্থান এবং উত্তর প্রদেশে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অন্ধ্রপ্রদেশ বাংলা ঝাড়খন্ড বিহার ওড়িশা তামিলনাড়ু পন্ডিচেরি রাজ্যে। মধ্যপ্রদেশে গরম রাতের অস্বস্তি। শ্রীলঙ্কা ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। এই দুই ক্ষেত্রেই ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসাম এবং মেঘালয়ে প্রবল বর্ষণের আশঙ্কা। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়। কর্ণাটক কেরল মাহে মনিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা অন্ধপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু পন্ডিচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা।