অরিত্রিক ভট্টাচার্য্য, কলকাতা: চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ, আজ সারাদিনে কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া? জেনে নেওয়া যাক এক নজরে।
দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দু-এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বর্ষা থমকে গিয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী বায়ুর গতি শ্লথ। জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিনবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্দিহান আবহাওয়াবিদরা।
মৌসুমী অক্ষরেখা ২৬ শে মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ এ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। হরিয়ানা ও আসামের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পাকিস্তান সংলগ্ন এলাকায় রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য পাকিস্তান থেকে হরিয়ানার ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখায় যেটি রাজস্থানের উপর দিয়ে এসেছে। এছাড়া আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা তৈরি হচ্ছে। উত্তর প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত যে অক্ষরেখা ছিল সেটি শক্তি হারাচ্ছে।
দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে, সেখানে গরম ও জলীয়বাষ্পে অস্বস্তি চরমে। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। নীচের তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাতে।