রুমা পাল, কলকাতা: এবার থেকে পড়ুয়ারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্যপালের সঙ্গে। রাজভবনের (Raj Bhavan) নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমনে সামনে।
রাজভবনে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে রাজ্যপালের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারবেন পড়ুয়ারা। ১২ ঘণ্টা আগে মেল বা ফোন করে রেজিস্টার করতে হবে। যোগাযোগের নম্বর- ০৩৩-২২০০-১৬৪১
মেল আইডি-Aamnesaamne.rajbhavankolkata@gmail.Com
সম্প্রতি রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি ছিল। যদিও ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ, জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল। এই অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে বেআইনি ও নিয়মবিরুদ্ধ বলে বিবৃতি দেয় শিক্ষা দফতর। এমনকি আচার্য তথা রাজ্যপাল নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন এবং ভাতাও বন্ধ করার সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে রাজ্যপাল-নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন ও ভাতা চালু করতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
অন্যদিকে, রাজভবনে এবার থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত অধ্যাপক চেয়ার। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শনিবার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এসে ঘোষণা করেছেন আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই চেয়ার বিদ্যাসাগরের নীতির উপর পড়াশোনা ও গবেষণার উন্নতির লক্ষ্যে কাজ করবে বলে ঘোষণা আচার্যের।
পাশাপাশি মেয়েদের শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখা শিক্ষা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা রাজ্যপালের। শনিবার, বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে এসে মূর্তিতে মাল্যদান করেন সি ভি আনন্দ বোস।