পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শহরজুড়ে রামনবমীর প্রস্তুতি। ব্যস্ততার ছবি কুমোরটুলিতেও। সেখানেও চলছে রাম মূর্তি তৈরির কাজ। তবে রামনবমী নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্য়ে যে হারে হুমকি-হুঁশিয়ারির পালা চলছে, তাতে রামের মূর্তি তৈরি করতে ভয়ও পাচ্ছেন অনেকে।
শনিবার রাত পেরোলেই রামনবমী। বিজেপি-তৃণমূল দুই শিবিরেই তা নিয়ে চূড়ান্ত তৎপরতা। ব্যস্ততা রয়েছে আরেক জায়গাতেও। গঙ্গাপাড়ে কুমোরটুলি। আগামী ৬ এপ্রিল রাম নবমী। এবং সেই রামনবমীর জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কুমোরটুলিতে রামনবমীর আগে রামের মূর্তি তৈরি হচ্ছে। রামলালার মূর্তি তৈরি হচ্ছে।
পানিহাটি স্বদেশ মোড়ে রামনবমীর পুজো। এবার তাঁদের পুজোর সপ্তম বছর। সেই পুজোরই মূর্তি তৈরি করছেন শিল্পী নারায়ণচন্দ্র রুদ্র পাল। যদিও তাঁর কথায়, 'এটা অযোধ্যার রামমন্দিরের যে মূর্তি আছে, সেই মূর্তির আদলেই তৈরি হচ্ছে। সৃষ্টির আনন্দে আমরা এটা করছি। এটার মধ্যে কোনও রাজনৈতিক রঙ নেই। কিচ্ছু নেই। এ একদম সম্পূর্ণ সৃষ্টির আনন্দে এটা করছি। এটা এখন হয়ে যাচ্ছে আর কি, এখানে কিছু নেই। তবে সব কিছুর মধ্যে একটা ধর্ম চলে আসছে। '
রাম কার? তা নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন বিজেপি-তৃণমূলের জোর দড়ি টানাটানি। হুঙ্কার-হুঁশিয়ারির বিরাম নেই। তার রেশ গিয়ে পড়েছে পটুয়াপাড়াতেও। অনেকে একটু ভয়ে ভয়েই রয়েছেন! শিল্পী মালা পালের কথায়, 'রামের অর্ডার এসেছিল। তা একটু রাজনীতির মধ্যে চলে গেছে বলে ওই জন্য রামটা আর এবছর করলাম না। মানে অনেকটা রাজনীতির মধ্যে চলে গেছে বলে অনেকে একটু নিতে ভয়ও পাচ্ছে। আমাদের এটা পেশা আমাদের দেখো অর্ডার আসলে করতে হবে হ্যাঁ বানাতেও ভয় লাগে। যে কী বলবে না বলবে।'
পুজো উদ্যোক্তারাও বলছেন, রামের মূর্তি তৈরির জন্য়, এবার শিল্পী খুঁজতে বেশ বেগ পেতে হয়েছে। এক উদ্যোক্তার কথায়, 'বিভিন্ন পালের কাছে তো যাওয়া হয়েছিল অনেকেই আমাদের মূর্তির অর্ডার নিতে চাইছিল না। কিন্তু শেষমেশ উনি রুদ্র পাল যিনি আমাদের মূর্তি করছেন। অনেকে নিতে চাইছে না বলছে এই সময় করতে পারব না। সরাসরি তো কেউ বলতে পারে না। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। আমরা তো ৬ বছর ধরে পুজো করে আসছি কিন্তু এ বছর এখনও পর্যন্ত আমরা সিপি অফিস, PWD অফিস, DM অফিস, আমাদের লোকাল PS, এইসব থানাগুলোতে ঘুরে যাচ্ছি। এখনও পর্যন্ত পরিষ্কার করে আমাদের কোনও অনুমতি এখনও দেওয়া হয়নি।'
রামনবমী ঘিরে রাজনীতির আঁচ টের পাওয়া যাচ্ছে গোটা রাজ্য়েই। বাদ গেল না কুমোরটুলিও।