কলকাতা: শহর থেকে জেলা ছেয়ে গিয়েছে গেরুয়া পতাকায়। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে রামনবমী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে রামপুজো করছেন পড়ুয়াদের একাংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিভবনে রামপুজোর আয়োজন হয়েছে। ক্যাম্পাসের ভিতর হচ্ছে ভগবান রামের পুজো। পড়ুয়াদের একাংশকে পুজোয় অংশ নিতেও দেখা যায়। (Rama Navami at Jadavpur University)


সম্প্রতি যাদবপুরের প্রযুক্তিভবনের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’, ‘মুক্ত প্যালেস্তাইন, মণিপুর এবং দেউচা পাঁচামির গ্রাফিতি নিয়ে বিতর্ক দেখা দেয়। রবিবার রামনবমী পালন দেখতে গিয়ে চোখে পড়ে, সেই গ্রাফিতির উপর ঋষি অরবিন্দ, জাতীয় পতাকা এবং রামচন্দ্রের ছবি সেঁটে দেওয়া হয়েছে। পুজোর আয়োজক এক পড়ুয়া বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দের বিশ্ববিদ্যালয়, বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের বিশ্ববিদ্যালয়। ঋষি অরবিন্দ রক্তচল করা টাকা এবং পরিশ্রমে গড়ে ওঠে। (Kolkata News)


দেওয়ালের বিতর্কিত গ্রাফিতি নিয়ে ওই পড়ুয়া বলেন, "আজাদ কাশ্মীর স্লোগান লিখেছিল ক্যাম্পাসের মাওবাদীরা, নকশালরা জড়িত এর সঙ্গে। বার বার বলা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয় পদক্ষেপ করেনি। থানার তরফে বলা হলেও করা হয়নি পদক্ষেপ। জিজ্ঞেস করে দেখতে পারেন। দিনের পর দিন চলার পর সাধারণ মানুষ আওয়াজ তুলেছেন। মাওবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সকলে। আজ রামচন্দ্র এবং ঋষি অরবিন্দের ছবি লাগানো হয়েছে।" রামের পুজোর আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায় পড়ুয়াদের কয়েকজনকে।


যাদব বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটক দিয়ে ঢুকে প্রযুক্তিভবনের সামনে আজ ছাত্রদের জমায়েত দেখা যায়। সেখানে গেরুয়া পতাকা হাতে নিয়ে স্লোগান তোলেন তাঁরা। দেওয়ালের একদিকে লেখা ছিল 'আজাদ কাশ্মীর', 'মুক্ত প্যালেস্তাইন', 'লাদাখ, মণিপুর, হাসদেও, জোশীমঠ, দেউচা পাঁচামি'। আর তার ঠিক পাশেই রামচন্দ্রের বিরাট ছবি চোখে পড়ে। রামনবমীকে ঘিরে আজ সেখানে নয়া আবহ চাক্ষুষ করেন অনেকেই।


যাদবপুর বিশ্ববিদ্যালয় মুক্তমনাদের প্রাঙ্গন হিসেবেই পরিচিত। সেখানে এই প্রথম বার রামপুজো হচ্ছে। প্যান্ডেল করে, মূর্তি বসিয়ে হচ্ছে ভগবান রামের পুজো। শুধু তাই নয়, গেরুয়া পতাকা হাতে পড়ুয়াদের একাংশকে 'জয় শ্রীরাম', 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়'স্লোগানও তুলতে শোনা গেল। চারিদিক ছেয়ে গিয়েছে রামচন্দ্রের পোস্টার এবং ব্যানারে। আচার মেনে হচ্ছে রামপুজো।


আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের পরিবেশ তৈরি হয়েছে। রামনবমী ঘিরে এবার বাড়তি তৎপরতা চোখে পড়ে সর্বত্রই। কলকাতা-সহ জেলায় জেলায় চলছে রামনবমী পালন। গেরুয়া পতাকা, 'জয় শ্রীরাম' স্লোগানে কার্যত ছেয়ে গিয়েছে চারিদিক। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সেই গেরুয়ার ঢেউ চোখে পড়ল এদিন, যা বড় পরিবর্তন বলেই মনে করছেন অনেকে।