কলকাতা: আজ রামনবমী। আজ শহর থেকে শহরতলি, দিনভর সমস্ত জায়গায় মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি মিছিল শুরুও হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় মিছিল করছেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে রাস্তায় নেমেছে তৃণমূলও। অন্যদিকে আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্য়াস করবেন শুভেন্দু অধিকারী। রাস্তায় বেরনোর আগে দেখে নিন, কোথায় কোথায় রামনবমীর মিছিল রয়েছে? কোন কোন পথ এড়িয়ে যাবেন।
কলকাতায় কোন কোন পথে মিছিল
কলকাতায় ছোট বড় মিলিয়ে ৮০টির বেশি রামনবমীর অনুষ্ঠানের আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বড় মিছিল। যার মধ্যে শোভাযাত্রা কাশীপুর ব্রিজ থেকে কাশীপুর রোড, কাশীপুর উদ্যানবাটি, বরানগর বাজার, সিঁথির মোড়, বিটি রোড, খগেন চ্যাটার্জি রোড পর্যন্ত যাবে। অন্যদিকে, ক্যানিং স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি, কলুটোলা হয়ে বড়বাজার পর্যন্ত রামনবমীর আরেকটি শোভাযাত্রা হবে। বন্দর এলাকায় হেস্টিংস থেকে বেরোবে আরেকটি শোভাযাত্রা। খিদিরপুর হনুমান মন্দির হয়ে সেটি যাবে কলকাতা বন্দর পর্যন্ত। রামনবমীর পঞ্চম শোভাযাত্রা এন্টালি থেকে বেরিয়ে রামলীলা ময়দান হয়ে ক্রিস্টোফার রোড পর্যন্ত যাবে।
জেলার কোথায় কোথায় মিছিল?
হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া র্যালির আয়োজন করা হয়েছে। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামনবমীর মিছিল। রামনবমী উদ্যাপন সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ইসলামপুর শহরজুড়ে ৬ কিলোমিটার র্যালি। কড়া পুলিশি নিরাপত্তা, গতকাল
পুলিশ রুটমার্চ করেছে। বিহার থেকে ইসলামপুরে ঢোকার রাস্তায় নাকা তল্লাশি চলে। অন্যদিকে, মালদায় রামনবমী উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদের কর্মসূচি। রামের মূর্তি নিয়ে রামনবমীর মিছিল হয়েছে হুগলির সিঙ্গুরেও।
রামনবমীর শোভাযাত্রায় বিজেপি বিধায়কের লাঠি খেলা। দুর্গাপুরের কাদারোড মেনগেট এলাকায় মিছিলে হাঁটার ফাঁকে লাঠি খেলায় অংশ নিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুই।