Rampurhat Fire Live Updates: রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে একাধিক গুরুতর ধারা

Rampurhat Fire Live Updates: বগটুই তদন্ত কোন পথে, জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Mar 2022 11:43 PM

প্রেক্ষাপট

কলকাতা: বগটুইকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালত সাফ জানিয়েছে, এই মামলায় আর কোনও তদন্ত করবে না রাজ্যের তদন্তকারী সংস্থা। ধৃতদের তুলে দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের...More

Rampurhat Fire Live Updates: কালই তদন্তে সিবিআই

কাল থেকে তদন্তে সিবিআই। বীরভূমের এসপি-কে ই-মেল করে এফআইআর, অভিযোগপত্রের কপি চাইল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কপি দিল বীরভূম জেলা পুলিশ।